×

বিনোদন

সাইবার নিরাপত্তার প্রচারে রাশমিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাইবার নিরাপত্তার প্রচারে রাশমিকা

রাশমিকা মান্দানা

   

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরী সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করেছেন। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। ‘জাতীয় ক্রাশ’ থেকে রাশমিকা এবার ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা প্রচারের অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান সাইবারক্রাইম কো-অর্ডিনেটর সেন্টার ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা প্রচারের অ্যাম্বাসেডর হিসেবে রাশমিকাকে নির্বাচিত করেছে। ‘অ্যানিম্যাল’খ্যাত এ অভিনেত্রী সাইবার হুমকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন নিরাপত্তা প্রচারের লক্ষ্যে দেশব্যাপী প্রচারণা চালাবেন। রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

তাতে এ অভিনেত্রী বলেন, ‘আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। এই সময়ে সাইবার ক্রাইম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সবাই এর প্রভাব দেখেছেন। আমি বিশ্বাস করি, অনলাইন বিশ্বকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নেয়ার সময় এসেছে।’

রাশমিকা আরো বলেন, ‘আসুন আমরা নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সাইবার স্পেস গড়ে তুলতে ঐক্যবদ্ধ হই। আমি সচেতনতা আনতে চাই এবং যতটা সম্ভব সাইবার অপরাধ থেকে আপনাদের রক্ষা করতে চাই। ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা প্রচারের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখতে চাই।’

গত বছরের শেষের দিকে রাশমিকা মান্দানার আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এটি ডিপফেক ভিডিও ছিল। কিন্তু আপাতদৃষ্টিতে তা বোঝা কঠিন। এ ঘটনার পর বলিউড ও দক্ষিণী সিনেমার তারকারাও তার পাশে দাঁড়িয়েছিলেন। সামনে এ অভিনেত্রীকে ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে। আগামী ৬ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে। তাছাড়া আরো পাঁচটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App