মানসিক রোগী আলিয়া!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আলিয়া ভাট
বলিউডের বর্তমান সময়ের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। প্রায় ১ যুগের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে বলিউডের এই অভিনেত্রী এক জটিল মানসিক রোগে আক্রান্ত। যার কারণে চিকিৎসাও চলে তার। স¤প্রতি এক সাক্ষাৎকারে নিজের রোগের কথা প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।
আলিয়া জানান, তিনি ‘এডিএইচডি’ (অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার) রোগে আক্রান্ত। এই রোগের অন্যতম লক্ষণ হলো মানসিক চাঞ্চল্য, অস্থির ভাব ও অতিরিক্ত উত্তেজনা। কোনো কিছুতে মনোযোগ দিতে বেগ পেতে হয় তাকে। আলিয়া আরো জানান, ছোটবেলায় এই রোগের জন্য একাধিকবার পড়াশোনায় সমস্যায় পড়েন। এই রোগের কারণে ক্লাসরুমে সমস্যায় পড়তে হয়েছিল তাকে। ক্লাস চলাকালীন প্রায়ই অন্যমনস্ক হয়ে পড়তেন আলিয়া। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেও মনঃসংযোগ হারিয়ে ফেলতেন। তার বন্ধুরা বিষয়টা লক্ষ্য করেছিলেন।
কিন্তু কেন এমন হয়, বুঝতে পারতেন না আলিয়া। তবে ক্যামেরার সামনে যখন অভিনয় করেন তখন তার এই সমস্যাটা হয় না। তখন মনোযোগ অক্ষত থাকে। মস্তিষ্কও শান্ত থাকে। বর্তমানে একমাত্র কন্যা রাহার সঙ্গে সময় কাটানোর সময়ও কোনো অসুবিধা হয় না। তার মন স্থির থাকে। নিজের অভিনয়ের কাজ ও মেয়ের সঙ্গ এই দুই সময় মন সবচেয়ে শান্ত থাকে বলে নিজেই জানিয়েছেন আলিয়া।