পর্দায় আসছে বউ পাগল ‘দুলু মিয়া’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

‘দরদ’ সিনেমার একটি দৃশ্য
চলতি বছরে সিনেমা মুক্তিতে হ্যাটট্রিক করতে চলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। প্রেক্ষাগৃহে এবার চমক জাগাবে শাকিব ওরফে দুলু মিয়া। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে অনন্য মামুন পরিচালিত প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’। শেষ কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমা সুপার হিট হয়েছে। এর আগে গত বছরের কুরবানির ঈদে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’।
দুটি ছবিই দেশ-বিদেশ সব জায়গাতেই ভালো ব্যবসা করেছিল। পরিচালক অনন্য মামুনের ইচ্ছা ছিল পূজার উৎসবেই ঘটা করে ছবিটি মুক্তি দেবেন। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে স্থবির হয়ে পড়েছিল সেন্সরবোর্ড। নাম বদলে সেন্সরবোর্ড এখন সার্টিফিকেশন বোর্ড নামে সক্রিয় হয়েছে। চলচ্চিত্র মুক্তির সনদও পেয়ে গেছেন নির্মাতা। এবার মুক্তির পালা। মঙ্গলবার দরদের টিজারে ধরা পড়ল শাকিব খানের নতুন লুক আর গল্পের সামান্য স্বাদ। টিজারেই নির্মাতা জানিয়েছেন সে খবর।
জানা গেছে, দেশের বাইরে পাঁচটি দেশের ছাড়পত্র পেয়েছে ‘দরদ’। দেড় মিনিটের টিজারে শাকিবের সঙ্গে রোমান্টিক দৃশ্যে নজর কেড়েছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। রোমান্টিক সাইকো থ্রিলার হিসেবে চলচ্চিত্রটির চরিত্র উন্মোচিত হয়েছে টিজারে। স্ত্রী ভক্ত এক প্রতিশোধপরায়ণ খুনি চরিত্র ‘দুলু মিয়া’কে দেখা গেছে শাকিব খানের দুর্দান্ত অভিনয়ে।
শাকিব-সোনাল ছাড়া চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন ও সাফা মারিয়া। বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায়।