পরিচালক গ্রেপ্তারে শিল্পীদের ক্ষোভ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

রাফাত মজুমদার রিংকু
গত সোমবার মধ্যরাতে তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশান থানার ওসি তৌহিদ আলম আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গতকাল রিংকুর চাচা শিমুল গণমাধ্যমকে জানান, ‘রাজনৈতিক মামলায় রিংকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিংকু মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। মূলত সেই সূত্রে শত্রুতা করে কেউ ধরিয়ে দিয়েছে।’
এদিকে রিংকুর আটকের খবর শুনে নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে চলছে তাকে আটকের প্রতিবাদের ঝড়। নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে লিখেছেন, ‘রাফাত মজুমদার রিংকু আমাদের নির্মাতা ছোট ভাই। গতকাল রাতে কোন এক ব্যক্তির করা গায়েবি মামলায় গুলশান থানা পুলিশ তাকে আটক করেছে। অবিলম্বে রিংকুর মুক্তি হোক। গায়েবি মামলার নামে অজ্ঞাতনামা যাকে তাকে আসামি বানানোর কালচার বন্ধ হোক।’
কণ্ঠশিল্পী কোনাল প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আমি জানি না, ঠিক কী কারণে গভীর রাতে আটক করা হয়েছে পরিচালক রাফাত মজুমদার রিংকুকে। সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত কেউ দিতে পারছেন না। তবে আমি একটা কথাই শুধু বলতে চাই, কোনো ধরনের হয়রানি, প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় যেন পরিচালক রিংকুকে জড়ানো না হয়। ব্যক্তিগত আক্রোশ, প্রতিহিংসার শিকার হয়ে আমার দেশের সংস্কৃতিকর্মীদের বহু হেনস্তার ঘটনা চোখে পড়ছে, কানে আসছে। এসব অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’
রিংকুর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘রূপান্তর’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’ প্রভৃতি। উল্লেখ্য, চলতি বছর ‘রূপান্তর’ নাটক নির্মাণ করে প্রচুর হুমকির মুখে পড়েন রিংকু। অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ‘ট্রান্সজেন্ডার সংস্কৃতি’ প্রমোট করছে। এরপর নাটকটি অন্তর্জাল থেকে সরিয়ে নেয়া হয়।