নতুন সিনেমার জন্য প্রস্তুত তমা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

তমা মির্জা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সুড়ঙ্গ’ সিনেমা খ্যাত অভিনেত্রী তমা মির্জা ব্যায়ামের বেশকিছু ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, কালো পোশাকে ব্যায়াম করছেন তিনি। সঙ্গে রয়েছেন তার ট্রেনার।
মূলত তিনি শরীরের ওজন কমানোর জন্য কঠোর পরিশ্রম করছেন। নতুন সিনেমার নতুন চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে এরই মধ্যে পাঁচ কেজি ওজন কমিয়েছেন বলে জানান তমা।
আরো জানা গেছে, নতুন ছবির জন্য তৈরি করেছেন নিজেকে। নিয়ম করে ব্যায়াম ও খাবারের রুটিনে পরিবর্তন করেছেন এতদিন। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত তিনি।
শুটিং শুরু হতে পারে সামনের মাস থেকে। নতুন সিনেমায় চমক থাাকবে গণমাধ্যমকে জানিয়েছেন তমা। তবে এখনই এ বিষয়ে কিছু প্রকাশ করবেন না। সিনেমার নাম, পরিচালক ও তমার বিপরীতে কোন নায়ক থাকবেন, তা পরবর্তী সময়ে জানা যাবে বলে এ অভিনেত্রী জানিয়েছেন
‘সুড়ঙ্গ’ এরপর অনেক দিন নতুন কোনো সিনেমাতে দেখা যায়নি তমা মির্জাকে। মাঝে অঞ্জন দত্তের সিরিজ ‘দুই বন্ধু’তে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় অভিনয় করে ভক্ত ও অনুরাগীদের মাঝে আলোচিত হন তমা। তবে তমার বড় পর্দায় অভিষেক হয় এমবি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে।
এছাড়াও বেশ কয়েকটি সিনেমায় পার্শ্ব নায়িকার চরিত্রে কাজ করেছেন তমা। তমাকে দেখা গেছে ওটিটি প্লাটফর্মে। ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয় করে জাতয়ি চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা মির্জা।