পর্দায় ফিরছেন সোনম কাপুর

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সোনম কাপুর
বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন এ অভিনেত্রী। ২০২২ সালের ২০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের বেশ আগে থেকেই কাজে বিরতি দিয়েছেন। বলা যায় প্রায় ৩ বছর ক্যামেরা থেকে দূরে আছেন। তার পর্দায় ফেরার খবরে সিলমোহর দিয়েছেন তিনি নিজেই।
জীবনে ছেলে আসার পরে, নতুন করে, নতুন কাজের শুটিং শুরু করতে চলেছেন অভিনেত্রী। এর আগে যদিও একাধিক বিপণি সংস্থার সঙ্গে কাজ করছিলেন তিনি। কিন্তু ছেলে হওয়ার পর এই প্রথম অভিনয়ে ফিরছেন সোনম কাপুর। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘ব্লাইন্ড’ ছবিতে। তবে এই ছবিটির শুটিং শেষ হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। সিনেমাটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে।
ছেলে হওয়ার পরে এটাই প্রথম কাজ হবে সোনমের। আগামী বছরের শুরুর দিকে নতুন প্রোজেক্টের কাজ শুরু করবেন সোনম। অভিনেত্রী বলেছেন, ‘মা হওয়ার পর ক্যামেরার সামনে যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। অভিনয়েই আমার সবচেয়ে প্রিয় কাজ আর একজন অভিনেত্রী হিসেবে বিভিন্ন মানুষের জীবনকে বেঁচে নেয়ার যে পদ্ধতি তা আমি ভীষণ উপভোগ করি।
মানুষের চরিত্র আমায় আকৃষ্ট করে। আমি বিভিন্ন রকমের চরিত্রই ক্যামেরায় ফুটিয়ে তুলতে চাই। আমি আমার আগামী কাজটার জন্য ভীষণভাবে অপেক্ষা করছি।’ সোনম আরো বলেছেন, ‘আগামী বছরের শুরু থেকেই আমি আবার সেটে ফিরব। ছবির বিভিন্ন বিষয় এখনো স্থির হয়নি তাই আমি এর থেকে বেশি ছবি সম্পর্কে আর কোনো তথ্যই দিতে পারছি না। কেবল এটুকুই বলতে পারি, এটা একটা খুব বড় কাজ। আগামীদিনে সব ঠিকঠাক হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে এই কাজটি নিয়ে জানানো হবে। আশা করি সেই সময়ে আমি আরো কথা বলতে পারব।’