‘রামায়ণ’-এর ব্যয় ৮২৫ কোটি রুপি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

‘রামায়ণ’ সিনেমার একটি দৃশ্য
নীতেশ তিওয়ারি পরিচালিত বলিউডের অন্যতম প্রতীক্ষিত ট্রিলজি সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনা যেন বাড়ছেই। এরই মধ্যে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে। যা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হচ্ছে না। তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়।
জানা যায়, ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্টের জন্য ৮২৫ কোটি রুপি বাজেট ধরা হয়েছে। যার অধিকাংশই ব্যয় হচ্ছে শিল্পীদের পারিশ্রমিক ও সেট নির্মাণে। আরো জানা যায়, পৌরাণিক এই চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিংয়ের জন্য মোট ১২টি বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যা দুটি অংশে বিভক্ত করা হয়েছে। এদিকে প্রথম ছবির শুটিং শেষ হয়েছে বলেও গুঞ্জন উঠেছে।
জানা গেছে, ‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এখন পর্যন্ত ১০ জন অভিনেতা-অভিনেত্রী তালিকায় রয়েছেন, রণবীর কাপুর (ভগবান রাম), সাই পল্লবী (সীতা মা), যশ (রাবণ), রবি দুবে (ল²ণ), সানি দেওল (হনুমান), ইন্দিরা কৃষ্ণন (কৌশল্যা), অরুণ গোভিল (দশরথ), লারা দত্ত (কৈকেয়ী), বিজয় সেতুপতি (বিভীষণ), শিবা চাড্ডা (মন্থরা)।
হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘রামায়ণ’।