তাপসীর ‘খেল খেল মে’ মুক্তি পাচ্ছে আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

তাপসী পান্নু
আজ ১৫ আগস্ট মুক্তি পেয়েছে অভিনেত্রী তাপসী পান্নু’র ‘খেল খেল মে’ সিনেমাটি। কমেডিতে ভরপুর এই সিনেমায় তাপসী ছাড়াও মুখ্য ভূমিকায় থাকছেন অক্ষয় কুমার। এমন খবরের মাঝে গত ৯ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে আভিনেত্রীর আলোচিত সিনেমা ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। এই ছবিটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’- এর সিক্যুয়াল।
এই ছবিতে তাপসীর বিপরীতে ‘টুয়েথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসিকে দেখা গিয়েছিল। পরিচালক জয়প্রদ দেশাই পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসায় ভাসছেন তাপসী। অনেকেই বলছেন, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’ সিনেমার পুরনো স্বাদ ফিরে পেয়েছেন দর্শকরা। শুধু তাই নয়, সিনেমাটিতে তাপসীর অভিনয় এবং রানি চরিত্রে তার সাহসী উপস্থিতির প্রশংসাও করছেন তার সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্রবোদ্ধা ও নেটিজেনরা।
এদিকে সিনেমাটির এমন সাফল্যের মাঝেই তৃতীয় কিস্তি নিয়ে আভাস দিয়েছেন তাপসী। তিনি বলেন, ‘সিক্যুয়েল করা সবসময়ই কঠিন। কারণ প্রথমটি কোনো প্রত্যাশা ছাড়াই আসে এবং সেটি যদি দর্শক পছন্দ করে, তাহলে পরেরটার জন্য প্রত্যাশা আরো বেড়ে যায়। এই প্রত্যাশা পূরণ করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি আনন্দিত, দর্শক এবারের ছবিটিকে প্রথম পর্বের চেয়েও বেশি পছন্দ করেছে। মনে হচ্ছে আমি সফল। আর তাই তৃতীয় পর্বের জন্য তৈরি হতেই পারি!’