×

বিনোদন

ফের ‘স্ত্রী’ নিয়ে আসছেন শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফের ‘স্ত্রী’  নিয়ে  আসছেন শ্রদ্ধা

শ্রদ্ধা কাপুর

   

প্রেক্ষাগৃহে আসছে ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েল। তবে আভাস দিয়েছিলেন ৬ বছর পর আগেই। সেটা ২০১৮ সাল। বলিউডের মূলধারার ছবির ইতিহাসে এমন ‘হরর-কমেডি’ বিরল। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের রসায়নে সেই ছবি লুফে নেয় দর্শক। ‘ও স্ত্রী তুম কাল আনা’... দেয়াল লিখনেই হৃদয়ে কাঁপন উঠেছিল দর্শকের। ছবির শেষে কাটা বেণি ব্যাগে ভরে ‘স্ত্রী’ উঠে বসে বাসে। তারপর কী তা জানার অপেক্ষা এবার ফুরাল।

আগামী ১৫ আগস্ট ভারতজুড়ে মুক্তি পাবে ‘স্ত্রী ২’। এবারের দেয়াল লিখন ‘ও স্ত্রী তুম রক্ষা করনা’। ছবির প্রচারে গতকাল রাজকুমার ও শ্রদ্ধা এসেছিলেন কলকাতায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, হয়তো আগের বারের থেকেও বেশি উত্তেজনা তৈরি হতে চলেছে এই ছবিকে ঘিরে। রাজকুমার বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। সঠিক চিত্রনাট্যের জন্যই তো এতগুলো বছর অপেক্ষা করতে হলো। ঝলক দেখেই বুঝতে পারছেন, দ্বিতীয় ছবিতে ভয় বলুন বা হাস্যরস সবই দ্বিগুণ হতে চলেছে। দর্শক কোনোভাবেই হতাশ হবে না।’

সাফল্যের আভাস নাকি তারা ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন। অভিনেতার দাবি, অগ্রিম টিকেট বুকিং থেকেই পুরোটা বোঝা যাচ্ছে। একইভাবে অপেক্ষা করেছেন শ্রদ্ধা কাপুর। গত বছর রণবীর কাপুরের সঙ্গে তার ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পেয়েছিল। তার পর আর দেখা যায়নি তাকে। এই আগস্টে ফিরছেন শ্রদ্ধা।

এতদিন কেন সিনেমায় দেখা যায়নি জানান নায়িকা শ্রদ্ধা। বলেন, ‘চিত্রনাট্যের বিষয়ে আমি খুবই খুঁতখুঁতে। তাই একটু সময় লাগল। ছবির ক্ষেত্রে আমি একটু বুঝে সিদ্ধান্ত নিই। কারণ মন থেকে অভিনয় করি। তাই সেরা চিত্রনাট্যের অপেক্ষায় থাকি।’ আসন্ন ছবির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী হলেও রাজকুমার বা শ্রদ্ধা কেউই তথাকথিত সাফল্য-ব্যর্থতার সংজ্ঞায় বিশ্বাসী নন, জানিয়ে দিলেন সেই কথাও। রাজকুমার বলেন, ‘আমার কাছে বক্স অফিসের সাফল্যটাই সব থেকে বড় নয়। বরং সারা দিন শুটিং সেরে এসে যদি মনে হয়, ভালো কিছু করলাম, সেটাই সাফল্য। তার ওপর যদি ছবি বক্স অফিসে সাফল্য পায়, তা হলে তা অবশ্যই উপরি পাওনা।’

পাশাপাশি অভিনেতা মনে করেন সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও একজন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অবশ্য জানিয়েছেন, তিনি ব্যর্থতাকেই বেশি প্রাধান্য দিতে চান। তার কথায়, ‘ব্যর্থতা আসলে সাফল্যেরই আর একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ ব্যর্থতা না থাকলে সাফল্যের আনন্দ কোথায়!’ ব্যক্তিগত নানা কথাও উঠে আসে আলাপচারিতায়।

‘কলকাতার জামাই’ অভিনেত্রী পত্রলেখার স্বামী রাজকুমার দুই-একটি কথা বলেন বাংলায়। জানান তার জীবনের আক্ষেপের কথাও। রাজকুমার জানান, তিনি খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছেন। এখন সেই আক্ষেপ তাড়া করে। অভিনেতার কথায়, ‘আর কয়েকটা দিন যদি তাদের সঙ্গে কাটাতে পারতাম, বড় ভালো হতো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App