×

বিনোদন

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলিউড তারকারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলিউড তারকারা

ছবি: সংগৃহীত

   

চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়ার পর ঘটে সংঘাত-সহিংসতা। সরকার পতনের পর এই সহিংসতা মোড় নেয় দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনায়। এমন অবস্থায় উদ্বিগ্ন অনেক বলিউড তারকা। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এ ধরনের হামলার খবরে ভেঙে পড়েছেন। তিনি আশা করছেন অন্তর্বর্তী সরকার এ ধরনের সহিংসতা বন্ধে ‘যথাযথ ব্যবস্থা নেবে’। এক্সে দেয়া পোস্টে প্রীতি লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে সহিংসতা হয়েছে তা দেখে আমি বিধ্বস্ত এবং ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে।

সংখ্যালঘুদের উপাসনালয় ভাঙচুর করা হচ্ছে। আশা করি নতুন সরকার এই ধরনের সহিংসতা বন্ধ করতে জনগণকে সুরক্ষা দিতে যথাযথ পদক্ষেপ নেবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি উদ্বিগ্ন এবং প্রার্থনা করছি।’ প্রীতি ছাড়াও হিন্দি সিনেমার প্লেব্যাক শিল্পী সোনু নিগম হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা দিয়ে উদ্বেগ জানিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে নিতেও ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন এই শিল্পী।

সোনু নিগম বলেন, ‘তারা যাতে ভারতে এসে নিরাপদ জীবন পেতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত।’ এছাড়া নব্বই দশকের অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা রইল। সহিংসতা অবিলম্বে বন্ধ হোক। বিশ্বনেতা এবং বিশেষ করে ভারতকে এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

মানুষের অধিকার ও মর্যাদা আদায়ে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়ে রাভিনা বলেছেন, ‘এখন চুপ করে থাকার সময় নয়। সহিংসতা নিয়ে বলিউড শিল্পীদের মধ্যে প্রথম কথা বলেছিলেন অভিনেত্রী সোনম কাপুর। ফেসবুকে এই অভিনেত্রী বলেন, ‘এটা সত্যিই বাংলাদেশে যা ঘটছে, খুবই ভয়ানক ঘটনা।’ এই নায়িকার ভাষ্য, ‘চলুন, সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।’

অভিনেত্রী এবং সরকারদলীয় এমপি কঙ্গনা রানাউত ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘ভারত আশপাশের সব মুসলিম রাষ্ট্রের প্রকৃত বন্ধুরাষ্ট্র।’ কঙ্গনার ভাষ্য, ‘আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের একজন নেতা ভারতে সুরক্ষিত বোধ করেন।’ ওই সময় অভিনেতা আদিল হুসেনও এক্সে লিখেছেন, ‘বাংলাদেশের দৃশ্য ও ভিডিওগুলো সত্যিই হৃদয়বিদারক।

সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা চমকে দেয়ার মতো।’ হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীদের পাশাপাশি কলকাতার বাংলা সিনেমার জগতের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায়, ইধিকা পাল, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখার্জি, দীপক অধিকারী দেবসহ আরো কয়েকজন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App