ভালো করার খিদে বেড়ে গিয়েছে কৌশানীর

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কৌশানী মুখোপাধ্যায়
‘আবার প্রলয়-তে ‘মোহিনী মা’ রূপে নজর কেড়েছিলেন কৌশানী মুখোপাধ্যায়, এবার তিনি ‘বহুরূপী’-তেও ফিরছেন একেবারে নতুন লুকে, ‘ঝিমলি’-এর চরিত্রে। গত সোমবার ‘বহুরূপী’-এর পোস্টার লঞ্চের অনুষ্ঠানে ‘ঝিমলি’ হয়ে ওঠার নানা খুঁটিনাটি জানান এ অভিনেত্রী। পাশাপাশি ‘আবার প্রলয়’-এর পরই যে তিনি ‘বহুরূপী’-র জন্য ডাক পেয়েছেন, সেই জন্য পরিচালক রাজ চক্রবর্তীকেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি নায়িকা।
পোস্টার লঞ্চের অনুষ্ঠানে মঞ্চে এসে প্রথমেই কৌশানী ‘আবার প্রলয়’-এর কথা উল্লেখ করে বলেন, ‘সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না। দরকারের বেশি সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ড্রাস্টিতে। ‘আবার প্রলয়’-এর পর আমি প্রায় ৮ মাস কিছু কাজ করিনি। এর জন্য এমনও শুনতে হয়েছে যে আমি নাকি কাজ পাচ্ছি না। সেটা কিন্তু একেবারেই নয়। এর মাঝেও আমার কাছে অনেক কাজের অফার এসেছিল, কিন্তু আমি স্বেচ্ছায় সেইসব কাজ ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছিল ‘আবার প্রলয়’-তে আমাকে অন্যরকম ভাবে দেখে দর্শকরা যে ভালোবাসাটা দিয়েছিলেন, সেটা যেন আমার পরের ছবিতে একটু না কমে। ‘আবার প্রলয়’ আমার জন্য খুব বিশেষ ছিল। তারপর আসে ‘বহুরূপী’-এর অফার।
‘বহুরূপী’-এর অফার আসার পর তার প্রথম প্রতিক্রিয়া কী হয়েছিল তাও ভাগ করে নেন অভিনেত্রী। তিনি বলেন, ‘উইন্ডোজ থেকে ফোন পাওয়ার পর নিজের বিশ্বাস করতেই প্রায় আধঘণ্টা সময় লেগেছিল। আমার মনে হয় বাংলার প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন যে, তারা একবার হলেও উইন্ডোজ প্রোডাকাশন হাউস ও শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়), নন্দিতাদির (নন্দিতা রায়) সঙ্গে কাজ করবে। আর আমার জন্য উপরি পাওনা ছিল শুধুমাত্র প্রোডিউসার হিসেবে নয়, আমি তাদের পরিচালক হিসেবেও পেয়েছি। শিবুদা, নন্দিতাদি প্রত্যেকটা দৃশ্য করার আগে আমাকে বুঝিয়ে দিতেন। ওদের সঙ্গে কাজ করতে করতে আমার ভালো করার খিদে আরো বেড়ে গিয়েছে। আমি সব দৃশ্যের শেষে একবার করে ওদের থেকে ‘ভালো’ শুনতে চাইতাম। কারণ আমার মনে হত ওরা ভালো বললে দর্শকদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই ছবিতে ওরাই আমার ভগবান।’