২ যুগ পর একসঙ্গে সঞ্জয়-সালমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সালমান খান ও সঞ্জয় দত্ত
দীর্ঘ সময় পর বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্তকে দেখা যাবে একই সঙ্গে। তবে কোনো সিনেমায় নয়। ইন্দো-কানাডিয়ান সংগীতশিল্পী এপি ডিলোনের পরবর্তী মিউজিক প্রজেক্ট ‘ওল্ড মানি’তে থাকছেন এ দুই তারকা। গত শুক্রবার ‘দ্য ব্রাউন মুন্ডে’ নামে প্রযোজনা টিমটি তাদের পরবর্তী কাজ নিয়ে নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি টিজার প্রকাশ করে, যার মধ্য দিয়ে জানান দেয় ওল্ড মানি আসছে।
ভিডিওটি প্রকাশকালে সেখানে সালমান খান ও সঞ্জয় দত্তকেও যুক্ত করা হয়েছিল। সেই সঙ্গে ভারতীয় আরো একজন পরিচিত মুখ র?্যাপার সিন্ধা কাহলুনকেও দেখা গেছে। এপি লিখেছেন, ‘আমি জানি, তোমরা ভাবছ এটি আসবে না।’ তবে পোস্টারে এপির সঙ্গে দুই তারকার ছবি দেখা গেছে মোশন ভিডিওতে। অভিনেতা সালমান খানকে দেখা গেছে এপির প্রশংসা করতে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান বলেন, ‘গায়ক হিসেবে তো এপি ভালো ছিলই, এখন অভিনয়েও ভালো।’ কারণ মিউজিক ভিডিওর বেশকিছু দৃশ্যে সালমান ও সঞ্জয়ের সঙ্গে দেখা যাবে গায়ক এপিকেও। এছাড়া সালমান খান তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘এপি এবার তার গানের পাশাপাশি অভিনয়ের ক্যারিয়ার নিয়েও ভাবতে পারেন।’
সেই সঙ্গে সঞ্জয় দত্তকে দেখা গেছে এপির পোস্টে ব্রাদার্স লিখে তাদের সম্মিলিত এ কাজকে সাধুবাদ জানাতে। তবে টিজার, পোস্টার মুক্তি পেলেও ওল্ড মানি কবে আসছে এ নিয়ে কিছু জানা যায়নি। আশা করা যাচ্ছে, আগস্টেই মুক্তি পেতে চলেছে সঞ্জয় ও সালমানকে নিয়ে তৈরি নতুন এ মিউজিক ভিডিও।