থিয়েটার অঙ্গনে নাটকের শো ও অনুষ্ঠান বাতিল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নাটকের দৃশ্যে অভিনয়শিল্পীরা
কোটা আন্দোলনের জের ধরে স্থবির হয়ে আছে নাটকপাড়া। রাজধানীর শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতিতে খোঁজ নিয়ে ১০টির বেশি নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের তথ্য জানা যায়। যার মধ্যে নাট্য উৎসবও রয়েছে।
গত মঙ্গলবার শিল্পকলা একাডেমির হলে মঞ্চস্থ হওয়ার কথা ছিল প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’ এবং দেশ নাটকের ‘নিত্যপুরাণ’। বৃহস্পতিবার বাতিল হয় নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’ এবং থিয়েটার ৫২-এর নাটক ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’। এছাড়াও বৈকুণ্ঠ আবৃত্তি সংগঠনের অনুষ্ঠানও বাতিল হয়। শুক্রবার মহিলা সমিতিতে থিয়েটার স্কুল প্রাক্তনী সম্মেলন হওয়ার কথা থাকলেও শেষমেশ সেটিও স্থগিত করা হয়।
পরদিন শনিবার একই মিলনায়তনে নাট্য সংগঠন থিয়েটারের ‘লাভ লেটারস’ মঞ্চস্থ করার কথা ছিল। কিন্তু শেষমেশ সেটিও মঞ্চস্থ হয়নি। প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৯ জুলাই শিল্পকলার জাতীয় নাট্যশালায় ‘শুনি প্রবল প্রাণের প্রতিধ্বনি’ শিরোনামে একটি অনুষ্ঠান থাকলেও সেটিও স্থগিত করা হয় বলে জানিয়েছেন কামাল লোহানীর পুত্র সাগর লোহানী।
এছাড়াও ম্যাড থেটারের ‘অ্যানা ফ্র্যাঙ্ক’ নাটকের মঞ্চায়নও বাতিল হয়েছে। চলতি সপ্তাহে নাট্য সংগঠন থিয়েটার অ্যাক্টমিনিয়া আন্তর্জাতিক নাট্যোৎসব আয়োজনের প্রস্তুতি নিয়েছিল এবং নাট্য সংগঠন অনুস্বর তাদের বর্ষপূর্তি উপলক্ষে ‘অনুস্বর সংলাপ ও অনুস্বর স্টুডিও নাট্যোৎসব’ আয়োজনের কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয়।