বাংলা ব্রিটিশ ডমিনিয়নের অংশ ছিল, ভারতের নয়

ফারুক ওয়াসিফ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)
শ্রীজাত রিডিকুলাস। ঐতিহাসিক বাংলাদেশে কখনো ভারতের পতাকা ওড়েনি একাত্তরের ডিসেম্বর ছাড়া। বাংলা ছিল ব্রিটিশের প্রথম কলোনি। বাংলা ছিল প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সির আওতাতেই ছিল ব্রিটিশদের হাতে আসা মুঘল সাম্রাজ্যের বড় অংশ। বাংলা তখন ইউনিয়ন জ্যাকের অংশ ছিল, ভারতীয় তেরঙ্গার উদয় তখনো হয়নি। তেরঙ্গা ভারতের জাতীয় পতাকা হয়েছে ৪৭ এর পরের ভারতে। বাংলা তাই ব্রিটিশ ডমিনিয়নের অংশ ছিল, ভারতের নয়। ব্রিটিশ রাণীমাতার আদলে তৈরি ভারতমাতার কব্জাতেও বাংলাদেশ পড়েনি। শ্রীজাত এখানে ভুল ইতিহাস দিয়ে নিজের বৈধ দেশপ্রেমকেই খেলো করে দিয়েছেন।
তাই তাঁকে আমার কবিতার জবাব এই:
দেশ ভেঙে না হয় হয়েছ ভারতীয়,
হলে না স্বাধীন তবু;
আমারি অংশ চুরি করে বলছো 'স্বীয়'!
মহাজনী ঋণে কাটেনি এখনো নেশা।
পতাকাহীন ভাষালাঞ্ছিত মনে,
কী করে বুঝবে পলাতকা-প্রিয়,
'বাংলাদেশ' নামে তোমারও হিস্যা ছিল।
তোমাকে জানাচ্ছি শ্রীজাত
অন্য চোখটা খুলে দ্যাখো হরিণা শ্রীজাত,
পূবের দিগন্তে আমিই উদিত রোজ।
আমাদের পতাকার রক্তচন্দনের গোলা,
তোমার আকাশে আনে সূর্য, আনে ভোর।
বিস্মরণের চাবুক তোমাকে ভোলাক;
আমি ভুলি নাই বাবু-- ক্লাইভের জমিদার!
নদীর ধমনী কাটা আর গুলিবিদ্ধ
--ফেলানির চিৎকার!
বাংলা সাগরের কাছে দিচ্ছি যে বিচার।
জন্মান্তের দেনা শোধ এ নতুন ইতিহাসে,
স্বাধীনতা আমি, জন্ম শ্রাবণ বিপ্লবে।
রক্তিম কুরুক্ষেত্রের ধূলা যতবার
উড়ুক গোধূম গ্রামে ,
রক্তধারা আর পেছনে যাবে না।
আমি ছাড়া তুমি ছিলে না কোথাও,
আমার জবান ছাড়া নাই বাংলা ভাষা।
এই মাটি ছাড়া উদ্গম হবে না কোনো আশা।
কী এমন রাজা তুমি, বসে আছ বোকাসোকা
---রাজধানী ছাড়া?
হিমালয়ে হেলান আমার,
নদীর গন্তব্যে শায়িত আমার দেশ।
কুঠার খসিয়ে আস যদি পরশুরাম,
দেখিবা তোমার তরে,
দুঃখতোয়া একটি ঘর রাখা।
দেশ ভেঙে না হয় হয়েছ ভারতীয়,
হলে না স্বাধীন তবু;
আমারি অংশ চুরি করে বলো 'স্বীয়'!
মহাজনী ঋণে কাটেনি এখনো নেশা,
পতাকাহীন ভাষালাঞ্ছিত মনে,
কী করে বুঝবে পলাতকা-প্রিয়,
'বাংলাদেশ' নামে তোমারও হিস্যা ছিল।
প তা কা/শ্রীজাত
শুশ্রূষা ও জল নিয়ে কী সহজে ভুলে গেলে ঋণ!
যে-পতাকা পিষে যাচ্ছ, তারই অংশ ছিলে একদিন।
ভাষা তো নিশ্চয় প্রিয়। তারও চেয়ে প্রিয় জন্মভূমি।
আমাকে ‘বাঙালি’ থেকে ‘ভারতীয়’ করে তুললে তুমি।
ভালবাসা-বিরোধের মাঝখানে সরু একটা সুতো
তাকে যদি তুলে নাও, অন্য ভাবে কথা হবে দ্রুত।
এত যদি দ্বেষ থাকে, যদি এত ঘৃণা হয় জড়ো -
তবে তো সওয়াল ওঠে, ক্ষমা কি দেশের চেয়ে বড়?
নামেই স্বাধীন তুমি। চেতনায় আজও পরাধীন।
যে-পতাকা পিষে যাচ্ছ, তারই নীচে ছিলে একদিন।
লেখক: ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি)