
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৩:০৭ এএম
আরো পড়ুন
শক্তিশালী প্রসেসর পাতলা ল্যাপটপে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ০১:০৩ পিএম

থিংকপ্যাড সিরিজের নতুন ল্যাপটপ আনলো লোনোভো। মডেল থিংকপ্যাড এক্সওয়ান।
যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে ৯ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো। তথ্যপ্রযুক্তির বড় এই প্রদর্শনীতে লেনোভো তাদের সর্বাধুনিক প্রযুক্তির এই ল্যাপটপটি প্রদর্শন করে।
ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এটি পাতলা। অন্যদিকে এতে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে।
থিংকপ্যাড সিরিজের নতুন এই টু ইন ওয়ান ডিভাইসটিতে রয়েছে ১৩ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লেতে এইচডিআর সমর্থন করে। ডিসপ্লের রেজুলেশন ৩০০০x ২০০০ পিক্সেল।
ডিভাইসের ভিতরে রয়েছে লেটেস্ট অষ্টম জেনারেশনের কোরআই সেভেন প্রসেসর। এতে ডিজাটাল পেন ব্যবহারের সুযোগ রয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

থিংকপ্যাড সিরিজের নতুন ল্যাপটপ আনলো লোনোভো। মডেল থিংকপ্যাড এক্সওয়ান।
যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে ৯ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো। তথ্যপ্রযুক্তির বড় এই প্রদর্শনীতে লেনোভো তাদের সর্বাধুনিক প্রযুক্তির এই ল্যাপটপটি প্রদর্শন করে।
ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এটি পাতলা। অন্যদিকে এতে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে।
থিংকপ্যাড সিরিজের নতুন এই টু ইন ওয়ান ডিভাইসটিতে রয়েছে ১৩ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লেতে এইচডিআর সমর্থন করে। ডিসপ্লের রেজুলেশন ৩০০০x ২০০০ পিক্সেল।
ডিভাইসের ভিতরে রয়েছে লেটেস্ট অষ্টম জেনারেশনের কোরআই সেভেন প্রসেসর। এতে ডিজাটাল পেন ব্যবহারের সুযোগ রয়েছে।