স্মার্টফোনের মাধ্যমে বোঝা যাবে রোগী এইচআইভি আক্রান্ত কি না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ১২:২৮ পিএম
মাত্র ১০ সেকেন্ডেই বোঝা যাবে রোগী এইচআইভি আক্রান্ত কি না। পরীক্ষাটি হবে শুধু একটি স্মার্টফোনের মাধ্যমে। সম্প্রতি ইংল্যান্ডের বিজ্ঞানীরা এমনই জানিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, রোগীর এক ফোঁটা রক্ত থেকেই স্মার্টফোন বুঝে নেবে এইচআইভি আছে কি না তার। তবে কোনো অ্যাপ নয়, স্মার্টফোনে উপস্থিত এক ধরনের উপাদান সারফেস অ্যাকাওস্টিক ওয়েভ বায়োচিপসের মাধ্যমে এই পরীক্ষা করা যায়। এই প্রযুক্তির মাধ্যমে অনেক দ্রুত ধরা পড়ে যেকোনো ব্যক্তি এইচআইভি আক্রান্ত কি না।
এইচআইভির যে সাধারণ পরীক্ষা রয়েছে, সেইগুলি অনেক সময়সাপেক্ষ। কিন্তু এই রোগের পরীক্ষা তাড়াতাড়ি হওয়া উচিত, তাই বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই নতুন উপায় আবিষ্কার করেছেন।
বিজ্ঞানী ভিন্স এমেরি জানিয়েছেন, শুধু এইচআইভি নয়। রোগীর রক্তে জিকা বা ইবোলা ভাইরাস আছে কি না তাও বলে দিতে পারে এই পরীক্ষা। তবে বিষয়টি পরীক্ষামূলক স্তরে আছে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।