৬ জিবি র্যাম ভার্সনে এলো অপো এফ ফাইভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ১২:৩১ পিএম
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো সম্প্রতি অসাধারণ অপো এফ ফাইভ নিয়ে আসার পর এবার অপো এফ ফাইভের ৬ জিবির র্যা ম ভার্সনের ফোন বাজারে আনলো। অপো ভক্ত এবং তরুণদের সেরা সেলফি অভিজ্ঞতা দিতে অপো এফ ফাইভ ৬ জিবির ব্ল্যাক এডিশনই এ ধরনের ফোনগুলোর মধ্যে প্রথম একটি ফোন যা ৩২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।
ফোনটি কেনার জন্য শুরু হচ্ছে অপো এফ ফাইভ ৬ জিবি ভার্সনের প্রি-অর্ডার। এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ২ ডিসেম্বর ২০১৭ থেকে। দেশের তরুণদের পছন্দের তালিকায় অপো বাংলাদেশের অন্যতম একটি ফ্যাশন সচেতন এবং স্টাইলিশ স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ‘সেলফি প্রেমিকদের সেরা অভিজ্ঞতা দেয়ার জন্য আমরা অপো এফ ফাইভ ৬ জিবি নিয়ে এসেছি। আশা করি, এই ফোনটির উদ্ভাবনী সব ফিচার গ্রাহকদেরকে সর্বোচ্চ আনন্দ দেবে এবং আমাদের বিশ্বাস, সবাই এই ফোনটির প্রেমে পড়ে যাবে’।
দৃষ্টিনন্দন লাল রঙের উপস্থিতির সাথে ৬ জিবি র্যা ম এবং ৬৪ জিবি রম-এর অপো এফ ফাইভ ৬ জিবির আছে অনেক বেশি স্টোরেজ ক্ষমতা ও উন্নত প্রসেসর। অনেক বেশি স্টোরেজ ক্ষমতা থাকায় গ্রাহকরা স্বচ্ছন্দে এই ফোন ব্যবহার করতে পারবেন। আর স্টাইলিশ ও ফ্যাশনেবল লালা রঙ নিশ্চিত করবে আপনি আপনার পছন্দের ফ্যাশনে আছেন।
অপো এফ ফাইভ ৬ জিবির অসাধারণ বিউটি টেকনোলোজি সেলফিকে আরও সুন্দর করে তুলবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলোজি একটি গ্লোবাল ডাটাবেজ-এর উপর ভিত্তি করে মুখের আকার ও গঠন চিহ্নিত করে এবং একটি চেহারার গঠন ও আকার অন্যটি থেকে সহজেই আলাদা করতে পারে। সেলফিকে প্রাণবন্ত করে তুলতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর ব্যবহার বিষয়ে প্রফেশনাল ফটোগ্রাফার ও মেক-আপ আর্টিস্টদের পরামর্শ নেওয়া হয়। অপো এফ ফাইভ ৬ জিবিতে আছে ৬ ইঞ্চির ফুল এইচডি ও ফুল-স্ক্রিন এবং ১৮.৯ আসপেক্ট রেশিও ডিসপ্লে, যা ব্যবহারকারীকে ফোনের ডিসপ্লে সাইজ বাড়ানো ছাড়াই বেশকিছু ভিজুয়্যাল সুবিধা উপভোগ করার সুযোগ দিচ্ছে। মধ্যম মানের ফোনগুলোর মধ্যে এরকম ডিসপ্লে’র ফোন এটিই প্রথম।