রবিশপে স্মার্টফোনে বিশেষ ছাড়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৪ পিএম

সেরা স্মার্টফোনগুলো নিয়ে আজ থেকে বিশেষ ছাড় ক্যাম্পেইন চালু করেছে দেশের অন্যতম সেরা ই-কমার্স সাইট রবিশপ। ক্যাম্পেইনের আওতায় স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। আগামী ১০ ফেব্রুয়ারি ক্যাম্পেইনটি শেষ হবে।
ছাড়ের অফার ছাড়াও বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধের ক্ষেত্রে রয়েছে ২০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া রবিশপ সাইটে প্রতিদিন সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত থাকছে নতুন নতুন এক্সক্লুসিভ সব অফার। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অফারগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
ক্যাম্পেইন চলাকালে দুপুর ১টা’র মধ্যে পণ্যের অর্ডার করলে গ্রাহকরা ফ্রি হোম ডেলিভারি উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনের আওতায় রয়েছে ১২ মাস পর্যন্ত শূণ্য শতাংশ ইএমআই সুবিধা। রবিশপের সাইট www.robishop.com.bd থেকে গ্রাহকরা অফারের আওতায় থাকা ডিভাইসগুলোর অর্ডার দিতে পারবেন।