সাশ্রয়ী দামে স্যামসাং গ্যালাক্সি এম ২০ ফোন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭ পিএম

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে ভালো অবস্থানে থাকলেও সাশ্রয়ী দামের ফোনের বাজারে বেশ প্রতিযোগিতার মধ্যে পড়েছে স্যামসাং। তাই সাশ্রয়ী দামের বাজারে রাজত্ব করতে গ্যালাক্সি এম২০ নিয়ে হাজির হচ্ছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি।
সম্প্রতি অনলাইনে ডিভাইসটি সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।ফোন বিষয়ক সংবাদ মাধ্যম জিএসএমএরিনায় প্রকাশিত খবরে জানা যায়, ফোনটিতে থাকবে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এক্সিনোজ ৭৮৮৫ প্রসেসরের পাশাপাশি মিলবে ৩ গিগাবাইট র্যাম। এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারে সুবিধা থাকবে।
আইপিএস ৬ ইঞ্চি ডিসপ্লের ফোনটির পেছনে থাকছে ১৩ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।ফোনটির ডিসপ্লের উপরের দিকে ওয়াটারড্রপ নচ আছে। তবে ফ্রেমটি খুবই ছোট আকৃতির।