তারবিহীন হেডফোন আনলো হুয়াওয়ে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৪ পিএম

নতুন আরেকটি তারবিহীন হেডফোন আনলো হুয়াওয়ে। ‘ফ্রিবাডস ২ প্রো’ নামের হেডফোনটি দেখতে অনেকটা অ্যাপলের এয়ারপডসের মতো।ডিভাইসটিতে রয়েছে ৪১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ডিভাইসটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে আড়াই ঘণ্টা। আর পূর্ণ চার্জে এটি টানা ১০ ঘণ্টা চালানো যাবে।
এয়ারপডসের মতোই একটি কেইস রয়েছে ফ্রিবাডস ২ প্রোয়ের। কেইস থেকেই চার্জ নেবে হেডফোনটি। কেইসের পুরুত্ব ৫০.৫×৪৫×২৪.৫ মিলিমিটার। প্রতিটি হেডফোনের ওজন ৪.১ গ্রাম।এতে রয়েছে ১৩ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার। প্রতিটি এয়ারবাডসে দুইটি মাইক্রোফোন রয়েছে। এটি আইপি৫৪ সার্টিফাইড। ফলে পানি ও ধুলাবালির হাত থেকে রক্ষা পাবে। এটি ব্লুটুথ ৫.০ সাপোর্ট করে এবং ফিকোয়েন্সি ২০ হার্টজ থেকে ২০ হাজার হার্টজ।
অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোনস ৩ এবং নতুন ডিএসি হেডফোন অ্যামপ্লিফায়ার রয়েছে এতে। ‘অডিওফাইল-গ্রেড’ ডিজিটাল-টু-অ্যানালগ কনভার্টার ব্যবহার করে ডিএসি হেডফোন অ্যামপ্লিফায়ার। ফলে স্মার্টফোন থেকে সবচেয়ে ভালো অডিও পাওয়া যাবে।