প্রসংশা কুড়িয়েছে আসুস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৮, ০৩:৫৫ পিএম

আসুস আরওজি ফোন নিয়ে গত কয়েক মাসে কম বিতর্ক হয়নি।ফোনটি বাজারে আনা হবে এমন ঘোষণার পর থেকে খুব প্রসংশা কুড়িয়েছে আসুস। কিন্তু মাঝখানে হুট করেই ফোনটি সম্পর্কে কোন খবর আর পাওয়া যায়নি।
প্রত্যাশা থাকলেও কোন খবর না পাওয়ায় হতাশ হোন আগ্রহীরা।সব যখন নিস্তব্ধ ঠিক তখনই উত্তর আমেরিকার আসুস বিভাগ তাদের টুইটারে নিশ্চিত করেছে ফোনটি আসছে।তারা সামাজিক মাধ্যমে যে টিজার প্রকাশ করেছে সেখানে ব্যাকগ্রউন্ডে দেখা যায়, ‘নিউ ইয়র্কে আসছে’ এবং দিনটি ‘১০.১৮.২০১৮’ লেখা।আসুসের গেইমিং ফোন নিয়ে তরুণদের মধ্যে হাইপ উঠেছে বিশ্বজুড়ে। আর এখন থেকে মাত্র দুই সপ্তাহ পরেই গেইমিং ফোনটি বাজারে আসছে।গত কম্পিউটেক্স থেকে জানা যায়, স্মার্টফোনটিতে ৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে। থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৮ জিবি র্যাম, ১২৮ ও ৫১২ জিবি সংস্করণে পাওয়া যাবে ফোনটি।
এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, ফোনটির চার জিবি ও ছয় জিবি র্যামের সংস্করণও থাকবে।আরওজি ফোনটির পিছনে ১২ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ডুয়েল ক্যামেরা। সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ সংস্করণে চলবে ফোনটি। থাকবে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।