হোয়াটসঅ্যাপে আসছে নিজস্ব স্টিকার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০২:১২ পিএম

জনপ্রিয় প্রায় সব ম্যাসেজিং প্ল্যাটফর্মেই আছে নিজস্ব স্টিকার ভাণ্ডার।এবার ভাইবার, ইমো, স্কাইপ, ফেইসবুক ও ম্যাসেঞ্জারের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও আসছে নিজস্ব স্টিকার।
টুইটারে ওয়েবেটাইনফোর দেওয়া পোস্টে জানানো হয়েছে, স্টিকার ফিচারটি দেখা গেছে বেটা ২.১৮.২১৮ সংস্করণে। যদিও কবে নাগাদ স্টিকারগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে তা জানা যায়নি।টুইটে উনচি অ্যান্ড রোলি ও বিবিমবাপ ফ্রেইন্ড নামে দুটি স্টিকার প্যাকের ছবি পোস্ট করা হয়। এই স্টিকারগুলো আসলেই হোয়াটসঅ্যাপ যুক্ত হবে কিনা তা সময়ই বলে দেবে। আনুষ্ঠানিকভাবে স্টিকারগুলো উন্মোচন না করা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
গত মে মাসে অনুষ্ঠিত ফেইসবুকের এফ৮ এর ডেভেলপার সম্মেলনে স্টিকারটি আনার ব্যাপারে ঘোষণা দিয়েছিলো হোয়াটসঅ্যাপ।ইমোজি দিয়েও মাঝেমাঝে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ব্যবহারকারীরা মনের ভাব প্রকাশের বিকল্প মাধ্যম হিসেবে স্টিকার ব্যবহার করে থাকেন