গুগলের গুপ্তচরবৃত্তি বন্ধ করার উপায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০১৮, ০১:১৯ পিএম

অবাক হবেন, গুগল আপনার প্রতিটি পদক্ষেপ ফলো করে। ভার্চুয়ালে আপনি কি করছেন তা সবই গুগলের নখদর্পনে। গুগল আপনার ফোন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে ইন্টারনেট সার্ফিংয়ের সকল ডাটাই সংগ্রহ করে। এগুলো অবশ্য এজন্যই করা হয় যেন আপনাকে আরো ভালো অভিজ্ঞতা দিতে পারে গুগল।
আপনি যদি গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন আপনার কথার মাধ্যমের ফোনের প্রায় সব ফিচার ব্যবহার করতে পারবেন। যদিও আপনার দেওয়া প্রতিটি কমান্ড সেভ হয়ে থাকে গুগল সার্ভারে। শুনে অবাক হলেন? ভয় পাবেন না। আপনার কথা গুগল যেন সেভ করতে না পারে সেই উপায় জেনে নিন।
গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করা
স্টেপ ১। সেটিংস এ গিয়ে গুগল সিলেক্ট করুন।
স্টেপ ২। এবার সার্ভিস হেডারে সার্চ করুন।
স্টেপ ৩। এবার ভয়েস এন্ট্রি সিলেক্ট করুন। এখানে আপনি ভয়েস ম্যাচ নামে একটি অপশন পাবেন।
স্টেপ ৪। এবার এখানে "OK Google" এনিটাইম সুইচটি বন্ধ করে দিন।
উপরোক্ত পদ্ধতিগুলো ছাড়াও গুগলের গুপ্তচরবৃত্তি বন্ধ করার উপায় আছে। সেগুলোও জেনে নিন।
স্টেপ ১। গুগল অ্যাপে বাঁ দিকে উপরে তিনটি দাগে ক্লিক করুন।
স্টেপ ২। সেটিংস সিলেক্ট করুন।
স্টেপ ৩। ভয়েস সিলেক্ট করে ওকে গুগল ডিটেকশান সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার অকে গুগল এনিটাইম স্লাইডারটি ডিসেবেল করে দিন।
আপনার ভয়েস রেকর্ডিং গুগল অ্যাকাউন্টে লিঙ্ক হওয়া বন্ধ করুন।
স্টেপ ১। এবার গুগলের অ্যাকটিভিটি কন্ট্রোল পেজে গিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন।
স্টেপ ২। এবার ভয়েস অ্যান্ড অডিও অ্যাকটিভিটি সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার স্লাইডারটি ডিসেবল করে দিন।