×

তথ্যপ্রযুক্তি

আসুস আনল ডুয়াল সেলফি ক্যামেরা ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৮ পিএম

আসুস আনল ডুয়াল সেলফি ক্যামেরা ফোন
   
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জেনফোন ৫ এর তিনটি সংস্করণ উন্মোচন করেছে আসুস। এর মধ্যে আছে সাশ্রয়ী মূল্যের জেনফোন ৫কিউ, মাঝারী মূল্যের জেনফোন ৫ ও সর্বোচ্চ স্পেসিফিকেশনের ফ্ল্যাগশিপ ফোন জেনফোন ৫জেড। সাশ্রয়ী মূল্যের জেনফোন ৫কিউতে আছে ১৮:৯ অনুপাতের ৬ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে। এর রেজুলেশন ২১৬০ x ১০৮০ পিক্সেল, আর ডিসপ্লে তৈরিতে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্রযুক্তি। ফোনটির ডিসপ্লেতে কোনো খাঁজ নেই, ওপরে ও নিচে রয়েছে চিকন বেজেল। জেনফোন ৫কিউ ফোনটির দুটি সংস্করণ বাজারে আসবে। একটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ আর অন্যটিতে স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। দুটি সংস্করণের মধ্যে মূল্য অনুযায়ী ৩ অথবা ৪ গিগাবাইট র‌্যাম দেওয়া হবে আর স্টোরেজ থাকবে ৩২ অথবা ৬৪ গিগাবাইট। স্ন্যাপড্রাগন ৬৩০ মডেলটি ফোরকে রেজুলেশনে ভিডিওধারণ করতে পারবে, সঙ্গে থাকবে ৫ গিগাহার্জ ওয়াইফাই ব্যবহারের সুবিধা। ফোনগুলোতে রয়েছে অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম যার ইন্টারফেইস জেনইউআই ৫। দুটি ফোনেরই সামনে ও পেছনে আছে ডুয়াল ক্যামেরা। পেছনের মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ও এফ/২.২ অ্যাপারচারের, আর অন্যটি ৮৫.৫ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল। তবে এর রেজুলেশন জানা যায়নি। সামনের ক্যামেরার রেজুলেশন ২০ মেগাপিক্সেল, আর অ্যাপার্চার এফ/২.০। সঙ্গে একই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সামনে পেছনে দুই দিকের ক্যামেরাতেই বোকেহসমৃদ্ধ পোর্ট্রেইট শট নেয়া যাবে। দুটি ফোনেই থাকছে এনএফসি। ফোনগুলো গুগল প্রজেক্ট ট্রেবল সমর্থন করায় কাস্টম রম যারা ব্যবহার করতে চান তাদের রমের অভাব হবে না। সাদা, লাল ও কালো তিনটি রঙে পাওয়া যাবে জেনফোন ৫কিউ। স্ন্যাপড্রাগন ৪৩০ মডেলটির দাম ২০০ থেকে ৩০০ ডলার ও স্ন্যাপড্রাগন ৬৩০ মডেলের দাম ৩০০ থেকে ৩৮০ ডলার পর্যন্ত হবে বলে জানিয়েছে আসুস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App