×

সামাজিক মাধ্যম

শেখ হাসিনা-রেহানাকে ফেরানো ও ফেরদৌসের আটক হওয়া নিয়ে যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০২:১২ পিএম

শেখ হাসিনা-রেহানাকে ফেরানো ও ফেরদৌসের আটক হওয়া নিয়ে যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

   

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ভিডিওটিতে আরো দাবি করা হয় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড়াও পেয়েছেন তিনি।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এ বিষয়ে প্রচারিত একটি ভিডিও প্রায় ৩ লাখ ৫০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ২৪ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে ১৩৬টি মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেরদৌস এমন কোনো মন্তব্য করেননি এবং তার আটক হওয়ার কোনো তথ্যও গণমাধ্যমে আসেনি বরং পুরনো কিছু ছবি ও ভিডিওর ক্লিপ ব্যবহার করে আলোচিত দাবিগুলো প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ১ জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে ‘জয় পেলে শেখ হাসিনা ও রেহানাকে দেখে রাখব: ফেরদৌস | Ferdous Ahmed | National Election 2024’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একাংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

আরো পড়ুন : শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভ, যা জানা যাচ্ছে

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ঢাকা-১০ আসনের নির্বাচনি প্রচারণার সময়ের ভিডিও এটি। ভিডিওতে ফেরদৌসকে বলতে শোনা যায় – ‘আমার দুই মেয়ে নুজহাত-নামিরা। আমি যেরকম সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ঢাকা-১০ আসনের দুই কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহেনা, আপনাদের দুইজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ।’ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রতিবেদনের কিছু ক্লিপ ব্যবহার করেই আলোচিত ভিডিওতে দাবি করা হচ্ছে ফেরদৌস তাদের ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নিয়েছে বলে দাবি করেছে যা আদতে অসত্য। 

আলোচিত ভিডিওতে আরো দাবি করা হয়, ৫ আগস্টের পরে আত্মগোপনে থাকলেও সম্প্রতি আটক হয়েছেন নায়ক ফেরদৌস। তবে গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলোর বরাতে তার আটকের কোনো তথ্য মেলেনি।  

আলোচিত ভিডিওতে তার আটকের প্রমাণস্বরূপ একটি ছবি দেখা যায়, যেখানে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের পাশে নায়ক ফেরদৌসকে দেখা যাচ্ছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, গত ৫ জানুয়ারি কচুয়ায় পৌর বাজারে অবস্থিত ইকরা ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আবুল বাশার (৩৮) হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু ছালেহ মুসাকে (২০) গ্রেপ্তারের ছবিকে সম্পাদনা করে আবু ছালেহ মুসার মুখমণ্ডলের অংশে ফেরদৌসের মুখমণ্ডল বসিয়ে উক্ত ছবিটি তৈরি করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App