বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থাপনার খুঁত ধরিয়ে দিলেন পিনাকী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:৪২ পিএম

পিনাকী ভট্টাচার্য। ছবি: ইন্টারনেট
বাংলাদেশের হাসপাতালগুলোর ব্যবস্থাপনার খুঁত ধরিয়ে দিলেন প্যারিস প্রবাসী চিকিৎসক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। মঙ্গলবার (২৯ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাসে এ সব লেখেন।
বাংলাদেশের হাসপাতালগুলোকে দ্রুত বদলাতে হবে। হাসপাতালগুলোর মান্ধাত্মা আমলের অরগানোগ্রাম দিয়ে আধুনিক সময়ের হাসপাতাল চালানো যায় না। এটা অবাক করার মতো বিষয় যত বড় সরকারি হাসপাতালই হোক না কেন কোনো হাসপাতালে লণ্ড্রী বিভাগ নাই। হাসপাতালের লিনেন মানে অপারেশন থিয়েটারের ড্রেস, বিছানার চাদর, রোগীর পোশাক, জানালার পর্দা, বালিশের কভার এসব ধোয়া হয় বাইরে ধোপার কাছে থেকে।
মাঝে মাঝে অপারেশন থিয়েটারের পোশাকের পিছনে পাখির গু দিয়ে ভর্তি থাকে, কাদা থাকে। এমনকি দুর্গন্ধ থাকে। সরকারি হাসপাতালে যারা কাজ করেছেন তারা জানেন। তো এই হাসপাতালে ইনফেকশন হবে না তো কী হবে?
হাসপাতালগুলোকে ঠিকাদারের মাধ্যমে লিনেন ধুতে দিতে হয় বাইরে। সকল হাসপাতালেরই একই দশা। ঠিকাদারেরা এটা ধুতে দেয় দরিদ্র ধোপাদের কাছে, তারা খালে বিলে ধুয়ে খোলা আকাশের নিচে শুকাতে দেয়। পাখি তো ওই কাপড়ে হাগবেই।
কোনো সরকারি হাসপাতালে সিকিউরিটি বলে কোনো ডিপার্টমেন্ট নাই। এতো মানুষ আসছে যাচ্ছে, এতো সম্পদ থাকে সেই হাসপাতালগুলোতে, এতো মারপিট হয়, ভাঙচুর হয়; এমন কোনো সরকারি হাসপাতাল আছে কিনা জানা নেই যেখানে ভাঙচুর হয়নি। তাও সেখানে সিকিউরিটি বলে কোনো ডিপার্টমেন্ট নেই।
কোনো সরকারি হাসপাতালে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট নেই। অপারেশন ম্যানেজমেন্টের জন্য কেউ নেই। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নেই, এপিডেমিওলজিস্ট নেই। এস্টেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নেই। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট নেই। রিসার্চ এণ্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নেই। পেশেন্ট এডভাইস ডিপার্টমেন্ট বা কাস্টোমার কেয়ার ডিপার্টমেন্ট নেই। হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, আইটি ডেটা সিকিউরিটি ডিপার্টমেন্ট নাই, কোয়ালিটি এসিউরেন্স ডিপার্টমেন্ট নাই।
অথচ হাসপাতালে মালীর পদ আছে, আছে মশালচির পদ। মশালচি মানে জানেন? বৃটিশ আমলে এই পদ সৃষ্টি করা হয়েছিল যখন বৈদ্যুতিক বাতি আসেনি, এই মশালচি, মশাল বহন করতো। এই পদ এখনো আছে।
আর কি কিছু বলবার দরকার আছে যে বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থাপনায় আমুল সংস্কার না করলে আমাদের এই হাসপাতাল দিয়ে আমাদের রোগীদের চিকিৎসা সেবা নিয়ে যে আকাঙ্খা তা পূরণ হবে না।