শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের নজরদারি সুবিধা যুক্ত করেছে ইউটিউব

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

ছবি: দ্য নিউইয়র্ক পোস্ট
ইউটিউব তার প্ল্যাটফর্মে শিশুদের অনলাইন কার্যকলাপ নজরদারির জন্য অভিভাবকদের জন্য নতুন ফিচার চালু করেছে। সচেতন অভিভাবকরা এখন তাদের সন্তানের অ্যাকাউন্টের সঙ্গে তাদের অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। এর মাধ্যমে অভিভাবকরা বাচ্চাদের ভিডিও আপলোড, সাবস্ক্রিপশন এবং মন্তব্যসহ বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারেন। খবর নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনটিতে বলা হয়, ইউটিউবের নতুন এই তত্ত্বাবধানের ফলে বাবা-মায়েরা তাদের কিশোর সন্তানের ইউটিউব চ্যানেল সম্পর্কে আরো ভালোভাবে সচেতন থাকতে পারবেন। নতুন প্রকাশিত নির্দেশনায় ইউটিউব জানিয়েছে, যখন আপনার প্রাক-কিশোর সন্তানরা বড় হতে থাকে, তাদের আগ্রহও পরিবর্তন হতে শুরু করে। ইউটিউবের নতুন তত্ত্বাবধান বিকল্পটি আপনাকে কিশোরদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে সহায়তা করবে। এর ফলে যখন তারা প্রথমবারের মতো ইউটিউবে কনটেন্ট তৈরি ও শেয়ার করা শুরু করবে তা নিরাপদ হবে।
অল্পবয়সি শিশুদের জন্য ইউটিউব একটি আলাদা অ্যাপ চালু করেছে, যার নাম ‘ইউটিউব কিডস’। এটি আরো নিরাপদ ও সহজ অভিজ্ঞতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অ্যাপটি অভিভাবকদের নিশ্চিত করতে সহায়তা করে যে ছোট শিশুরা শুধুমাত্র তাদের বয়সের উপযোগী কনটেন্ট দেখতে পারবে।
১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের জন্য, অভিভাবকরা এখন প্রতি ঘণ্টায় ‘বিরতি নাও’ বিজ্ঞপ্তি সেট করে দিতে পারবেন। পাশাপাশি রাত ১০টার পর ঘুমের সময়ের জন্য রিমাইন্ডারও দিতে পারবেন। এছাড়া, ইউটিউবের একটি অটোপ্লে কিল সুইচ রয়েছে যা শিশুদের একটানা ভিডিও দেখার ফাঁদে পড়া থেকে বিরত রাখবে।
পাশাপাশি ১৭ বছরের কম বয়সীদের জন্য তথাকথিত ‘সমস্যাজনক’ কনটেন্ট যেমন সামাজিক আগ্রাসন বা ভয় দেখানোর মতো ভিডিও দেখতে রেস্ট্রিক্ট করে দেয়া হয়েছে।
অনুবাদ: দ্য নিউইয়র্ক পোস্ট অবলম্বনে