সৌরভের মন্তব্যে গর্জে উঠলেন স্বস্তিকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১০:৩৯ এএম

স্বস্তিকা মুখোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়
আরজি কর ঘটনা নিয়ে প্রথম থেকেই বেশ সরব ছিলেন স্বস্তিকা মুখার্জি। এবার আরজি কর নিয়ে সৌরভ গাঙ্গুলির ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী জানালেন, তিনি কোনো দিন ছোট পর্দার অনুষ্ঠান ‘দাদাগিরি’ তে যাননি। আগামীতেও কখনও যাবেন না বলে মনস্থির করেছেন।
সৌরভ গাঙ্গুলি সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, ‘আমার মনে হয় না একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য কোনো কিছুই নিরাপদ নয়, এটা মনে করা ঠিক নয়। পৃথিবীতে সব জায়গাতেই এমন দুর্ঘটনা ঘটে। একটা ঘটনা দেখে সবটা বিচার করা উচিত নয়। তবে কড়া পদক্ষেপ নেয়া উচিত।’ এই মন্তব্যের জেরেই সামাজিকমাধ্যমে রোষানলে পড়েছেন সৌরভ।
স্বস্তিকা তার পোস্টে লিখেছেন, ‘আমি কোনো দিন দাদাগিরি তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনো দিন যাব না। দুর্ঘটনাবশত যাব না, সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয়। আর অবশ্যই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদে নেই। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ- ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে বা করে। জেনে বুঝেই করেছে বা করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।’
আরো পড়ুন: অভিনেতা রুদ্রনীল গ্রেপ্তার
নাম না করে পোস্টের শেষে স্বস্তিকার কটাক্ষ, আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখালেই পারতেন।
এই ঘটনা নিয়ে পর পর সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন স্বস্তিকা। গত শুক্রবার (১৬ আগস্ট) সরাসরি সরকারের উদ্দেশে তিনি লিখেছিলেন, ক্রোধ, অসহায়তা, ভয়— এই অনভূতিগুলো যেন আমাদের মধ্যে থেকে চলে না যায়, যতক্ষণ পর্যন্ত আমরা আবার নিরাপদ বোধ না করছি। সরকারের এবার জেগে ওঠা উচিত। আরো কঠিন আইন, কঠিন শাস্তি প্রয়োগ করা উচিত নিরাপত্তা রক্ষার জন্য। আমাদের বিচার চাই। এখনই চাই।