স্ত্রীর জন্মদিনে যে উপহার দিলেন পরমব্রত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম

পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়।
স্ত্রী পিয়া চক্রবর্তীর জন্মদিনে বিশেষ উপহার দিলেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। ১৬ আগস্ট পিয়ার জন্মদিন। সে উপলক্ষেই মাঝরাতে গিটার বাজিয়ে মহিনের ঘোড়াগুলির ‘শহরের উষ্ণতম দিনে’ গানটি গাইলেন পরমব্রত। সেই ভিডিও পোস্ট করেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।
পোস্টে লিখলেন, ‘এখন মধ্যরাত। তোমার জন্মদিন। তাই কোনো অভ্যেস ছাড়াই কর্কশ কণ্ঠে আজ তোমায় একটা গান উপহার দিতে চাই। আশা করছি, এই অন্ধকার সময়ে এই গান তোমায় একটু আনন্দ দেবে। শুভ জন্মদিন, ভালোবাসা। বন্ধু ও ভালোবাসার সঙ্গী হিসেবে পরস্পরের হাতে হাত রেখে এগোব আমরা।’
এই পোস্টের পিয়া মন্তব্য করেন, ‘ধন্যবাদ পরমব্রত। সত্যিই এই উপহার আমার মন ভালোবাসায় ভরিয়েছে। হতাশা ও ক্রোধের এই সময়ে ভালবাসা থাকুক।’
আরো পড়ুন : চিকিৎসক খুনের ঘটনায় মমতাকে নিয়ে শ্রীলেখার বিস্ফোরক মন্তব্য
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের চিকিৎসক খুনের ঘটনায় ‘রাত দখল’-এর কর্মসূচিতে যোগ দিয়েছিলেন পরমব্রত ও পিয়া। সেখান থেকে আনন্দবাজার অনলাইনকে পরমব্রত বলেছিলেন, ‘সারা পৃথিবীতে যখন লিঙ্গবৈষম্য দূর করার কথা বলা হচ্ছে, সেখানে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বার বার। নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কলকাতার প্রশাসনের, হাথরসের প্রশাসনের, উন্নাওয়ের প্রশাসনের ও গুরুগ্রামের প্রশাসনের।”
পিয়া বলেন, ‘এত লড়াইয়ের পরেও যে বাধাবিপত্তি আসছে, তা দূর করতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। পুরো সমাজ ও সিস্টেমের উন্নতি দরকার।’