×

সিলেট

সীমান্তে বিজিবির অভিযান

ভারতীয় জিরা ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

ভারতীয় জিরা ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়। ছবি : ভোরের কাগজ

   

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ লাখ টাকার বেশি দামের বিভিন্ন চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আইলাতলী সীমান্ত থেকে ৪১ লক্ষাধিক টাকা দামের ৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭২ পিস ভারতীয়, ২১৭ দশমিক ৫ মিটার পর্দার কাপড়, ২টি মোটরসাইকেল, ১৪ হাজার ৮৪০ কেজি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৫টি নৌকাসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করে। আটককৃত মালামালের দাম আনুমানিক ৯৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

আরো পড়ুন : পাচারের সময় ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার 

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়। 

এদিকে, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আইলাতলী সীমান্ত থেকে ৪১ লক্ষাধিক টাকা দামের ৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মো. জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে পূর্ব গোরাকুড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় ওই বিপুল পরিমাণ জিরা আটক করা হয়। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App