সিলেটে `মার্চ ফর জাস্টিসে’ পুলিশের হামলা, নারী শিক্ষার্থীসহ আহত ৩০

শাবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৫:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
সিলেটের সুবিদবাজার ও মিরের ময়দান এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ চলাকালে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। এতে নারী শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) বেলা ১টার দিকে সিলেটের সুবিদবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয়দিক থেকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এদিন বেলা ১২ টার দিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়টির মুল ফটক। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন গণিত বিভাগের অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী। তিনি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে ক্লাসে ফিরিয়ে দিতে সরকারকে আহ্বান জানান এ শিক্ষক।
পরে বিশ্ববিদ্যালয়ের মুল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট নগরীর বন্দর এলাকার কোর্ট পয়েন্টের মুখে অগ্রসর হন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি সুবিদবাজার এলাকায় গেলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়া, লাঠিপেটা করতে শুরু করে বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুবিদবাজার এলাকায় শিক্ষার্থীরা এলে পুলিশ তাদেরকে সামনে দিকে অগ্রসর হতে বাধা দেয়। পরে হঠাৎ করে বিকট আওয়াজ হতে শুরু করে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মিরের ময়দান, রিকাবীবাজার, সাগরদীঘিরপরসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে দিকবিদিক ছুটতে থাকেন। এসময় একাধিক শিক্ষার্থী মাটিতে শুয়ে পড়েন। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
পুলিশি হামলা ও হতাহতের ঘটনা জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল হোসেন জানান, আমাদের ওপর নির্বিচারে পুলিশ পেছন থেকে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। তাতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। অনেকে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ গণমাধ্যমে জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের অভিমুখে অগ্রসর হলে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে বাধা দেয়। সেসময় মিছিলটি আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি করলে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি কাউকে আটকও করা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।