
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৬:৫৫ এএম
আরো পড়ুন
অবশেষে জয় পেল লেভান্তে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ১০:৪৪ এএম

লেভান্তে ও ভ্যালেন্সিয়ার ম্যাচের একটি মূহুর্ত
স্প্যানিশ লা লিগায় শনিবার (১৩ মার্চ) ভ্যালেন্সিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে লেভান্তে। এই জয়ের ফলে দীর্ঘ ৫ বছর ও সাত ম্যাচ পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের মুখ দেখেছে লেভান্তে। ম্যাচটিতে ১৮ মিনিটের সময় রজার গোল করেন। আর তার এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত ২০১৬ সালের পর প্রথম ভ্যালেন্সয়াকে হারের স্বাদ দিতে সমর্থ হয় তারা।
এই জয়ে ভ্যালেন্সিয়া পয়েন্ট টেবিলের ১২তম স্থান থেকে এক লাফে আট নাম্বারে ওঠে এসেছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

লেভান্তে ও ভ্যালেন্সিয়ার ম্যাচের একটি মূহুর্ত
স্প্যানিশ লা লিগায় শনিবার (১৩ মার্চ) ভ্যালেন্সিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে লেভান্তে। এই জয়ের ফলে দীর্ঘ ৫ বছর ও সাত ম্যাচ পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের মুখ দেখেছে লেভান্তে। ম্যাচটিতে ১৮ মিনিটের সময় রজার গোল করেন। আর তার এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত ২০১৬ সালের পর প্রথম ভ্যালেন্সয়াকে হারের স্বাদ দিতে সমর্থ হয় তারা।
এই জয়ে ভ্যালেন্সিয়া পয়েন্ট টেবিলের ১২তম স্থান থেকে এক লাফে আট নাম্বারে ওঠে এসেছে।