উইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙলেন তাইজুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৭ এএম

তাইজুল ইসলাম
ঢাকা টেস্টে ব্যাট হাতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) শুরুটা ভালই করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যানরা। টাইগার বোলারদের বিপক্ষে ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্রাথওয়েট ব্যাট হাতে ভালোই লড়াই করেছিলেন। এমন কী এই জুটি দলীয় অর্ধশতক পূর্ণ করে ফেলেন। তাদের ওপেনিং জুটি ভাঙতেই ঘাম ঝরেছে বাংলাদেশের।
ম্যাচ শুরুর দেড় ঘণ্টায়র মাথায় এসে অবশেষে উদযাপনের উপলক্ষ্য পেয়েছে মুমিনুল হকের দল। টাইগার বোলার তাইজুলের আঘাতে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। তিনি ইনিংসের ২০তম ওভারের ৪র্থ বলে এলবির ফাঁদে ফেলে ব্যক্তিগত ৩৬ রানে জন ক্যাম্পবেলকে সাজঘরে পাঠান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৮৩ রান। উইকেটে আছেন, ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৯ এবং শেন মোসলে ৫ রান।