বাংলাদেশ সেমিতে যাওয়ার দল নয়, বললেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
-67b18e61c4c0c.jpg)
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই দুবাইয়ে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আশায় বুক বাধার কথা বলেছেন। তার দাবি, তারা শিরোপার জন্য লড়বেন। তবে লাল-সবুজের দলকে সেমিফাইনালেও দেখছেন না দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে ‘কে ফেবারিট’ শিরোনামে ডি ভিলিয়ার্স বলেন, 'বাংলাদেশের দল ভালো, তবে আমি মনে করি না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা হয়তো আমার কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো শক্তিশালী নয়।'
তবে শান্ত বাহিনীকে একেবারে হিসাবের বাইরে রাখছেন না সাবেক এই প্রোটিয়া তারকা। তার দাবি, বড় অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে টাইগারদের।
তার ভাষ্যমতে, 'নাজমুল শান্ত দারুণ ধারাবাহিক ব্যাটসম্যান এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখে। দলে মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে, তাসকিন চমৎকার পেসার, মিরাজও দারুণ অলরাউন্ডার। তাদের পক্ষে বড় কোনো দলকে হারানো সম্ভব।
উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে টাইগাররা।