×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরখিয়ার বদলি কে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরখিয়ার বদলি কে

ছবি: সংগৃহীত

   

পেসার এনরিখ নরখিয়ার জায়গায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকার দলে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বস।

পিঠের ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এই পেসারের ছিটকে যাবার বিষয়টি গত মাসেই নিশ্চিত করেছিলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

গত ডিসেম্বরে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় বসের। অভিষেক ওয়ানডেতে বল হাতে ৯ ওভারে ৬৯ রানে ১ উইকেট এবং ব্যাট হাতে ৪৪ বলে ৪০ রান করেন তিনি।

 সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমআই কেপ টাউনের হয়ে ৮ ম্যাচ খেলে ১৭.৩৬ গড়ে ১১ উইকেট নেন বস। এমআই কেপ টাউনের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তবে ফাইনালে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বস। 

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১টি টেস্টও খেলেছেন বস। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নেন এবং ৮১ রান করেন তিনি। 

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তরুণ পেসার কিউনা মাফাকাকে সফরসঙ্গী হিসেবে রেখেছে দক্ষিণ আফ্রিকা। 

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে করাচির উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বশ, মাফাকা ও টনি ডি জোর্জির। তিনজনই এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন। 

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ১২ ফ্রেব্রুয়ারি লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

আগামী ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এরপর গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকা দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বস, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, ইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App