চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

ছবি: সংগৃহীত
পিঠের ইনজুরির কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
গেল মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েন মার্শ। এজন্য সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি তিনি। পরবর্তীতে সুস্থ হয়ে বিগ ব্যাশ দিয়ে মাঠে ফিরলেও, পিঠের নিচের অংশে ব্যাথা বেড়ে যায় মার্শের।
মার্শের ইনজুরি নিয়ে বিবৃতিতে সিএ জানিয়েছে,‘ইনজুরির কারণে মার্শকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ দিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল ও অস্ট্রেলিয়ার পুরুষ চিকিৎসা বিভাগ। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় উন্নতি হয়নি মার্শের। সম্প্রতি তার পিঠের নিচের অংশে ব্যাথা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। শীঘ্রই মার্শের বদলি ঘোষণা করা হবে।’
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, এই মৌসুমের পুরো সময়েই মার্শের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী আইপিএলে মার্শের খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
২২ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা এবং ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে অজিরা।