রংপুরের আরো কাছে বরিশাল, প্লে-অফের পথ কঠিন হলো খুলনার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

ছবি: সংগৃহীত
টানা ৮ জয়ে শীর্ষস্থানে ছিল রংপুর রাইডার্স। তবে সবশেষ দুই ম্যাচে হারের তিতো স্বাদ নেয় নুরুল হাসান সোহানের দল। এই সুযোগে শীর্ষস্থানের খুব কাছে পৌঁছে গেছে ফরচুন বরিশাল। খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে রংপুরের সমান ১৬ পয়েন্ট তামিম ইকবালের দলের। তবে রানরেটে কিছুটা পিছিয়ে তারা।
সোমবার (২৭ জানুয়ারি) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেট ১৮৭ রান করে খুলনা। জবাবে ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
বরিশালের জয়ে বড় ভূমিকা ডেভিড মালানের। ৮ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ২৫ বলে ২৭ রান করেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম সমান ২৪ রান করে নেন। শেষদিকে ফাহিম আশরাফের ৬ বলে অপরাজিত ১৮ রানের ক্যামিওতে সহজ জয় পেয়েছে বরিশাল। অপর প্রান্তে ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নবি।
এর আগে, দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ নাইমের দৃঢ়তায় ৩৩ বলে ৪৭ রানের সূচনা পায় খুলনা।
পাওয়ার প্লের শেষ ওভারের তৃতীয় বলে মিরাজকে বোল্ড করে খুলনার উদ্বোধনী জুটি ভাঙ্গেন বরিশালের পেসার এবাদত হোসেন। ১টি চার ও ৩টি ছক্কায় ১৮ বলে ২৯ রান করেন খুলনার অধিনায়ক মিরাজ।
দ্বিতীয় উইকেটে বরিশালের বোলারদের উপর চড়াও হন নাইম ও অ্যালেক্স রস। দু’জনে ২০ বলে ৫২ রানের জুটি গড়েন। নবম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে ১৫তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাইম।
এবারের বিপিএলে ২৬ বলে তৃতীয় হাফ-সেঞ্চুরি পাবার পরের ডেলিভারিতে ফাহিম আশরাফের শিকার হন নাইম।
২৭ বলে ৫ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৫১ রান করেন নাইম।
দলীয় ৯৯ রানে নাইম ফেরার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রস। ১৫ বলে ২০ রান করে স্পিনার মোহাম্মদ নবির শিকার হন রস।
চতুর্থ উইকেটে ২১ বলে ৩৩ রানের জুটিতে খুলনার বড় সংগ্রহের ভিত গড়েন আফিফ ও উইলিয়াম বোসিস্তো। ২টি করে চার-ছক্কায় আফিফ ২৭ বলে ৩২ রানে আউটের পর স্লগ ওভারে ব্যাট হাতে ঝড় তুলেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম।
২ চার ও ৩ ছক্কায় ১২ বলে মাহিদুলের অনবদ্য ২৭ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় খুলনা। ১৬ বলে ২টি চারে ২০ রানে অপরাজিত থাকেন বোসিস্তো।
ফাহিম দুটি, জেমস ফুলার-নবি ও এবাদত একটি করে উইকেট নেন।