বিশ্বরেকর্ড গড়ার পরই ভারতীয় শিবিরে জোড়া দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম
-6795dbf8e32cb.jpg)
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরই মধ্যে সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরেছে সফরকারীরা। তিলক ভার্মার বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে ৩ উইকেট জিতেছে ম্যান ইন ব্লুরা। তবে এমন দিনেই দুঃসংবাদ পেয়েছে সূর্যকুমার যাদবের দল। টি-টোয়েন্টি সিরিজ থেকে দুই তারকা রিংকু সিং ও নীতিশ কুমার রেড্ডি ছিটকে গেছেন।
এর মধ্যে নীতিশ টি-টোয়েন্টি সিরিজে আর ফিরতে পারবেন না। এ ছাড়া রিংকুর-ও এই সিরিজে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। দ্বিতীয় ম্যাচেও তিনি খেলতে পারেননি। এর আগে, প্রথম ম্যাচে কোমরে ব্যাথা এবং ফোলা ধরা পড়েছিল তার।
ইতোমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে নতুন করে শিভাম দুবে এবং রমনদীপ সিং জাতীয় দলে ফিরেছেন। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছিলেন দুবে, জাতীয় দলে ডাক পাওয়ায় তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে সরাসরি যোগ দিতে চলেছেন। এ ছাড়া কলকাতা নাইট রাইডার্সে খেলা অলরাউন্ডার রমনদীপের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে। যদিও বলার মতো কিছু করতে পারেননি।
টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। পরবর্তী তিনটি ম্যাচে ২৮, ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দল দুটি। এরপর ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল, যাকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও বলা যেতে পারে।