×

খেলা

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ পিএম

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

   

বাংলাদেশে চলমান পরিবর্তনের ধারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছিল। এ উদ্দেশ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। পরে তাদের প্রস্তাবিত পরিবর্তন নিয়ে শুরু হয় বিতর্ক। ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিত্ব কমিয়ে আনার পরিকল্পনার প্রতিবাদে ক্লাবগুলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করে।

শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভা শেষে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু ও মাহবুব আনাম জানান, ফাহিমের নেতৃত্বাধীন এই কমিটির কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবি পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের। এর মধ্যে ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা-বিভাগীয় পর্যায় থেকে ১০ জন, সাবেক ক্রিকেটার কোটা থেকে ১ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন পরিচালক নির্বাচিত হন। 

তবে সংশোধন কমিটি ক্লাবের পরিচালক সংখ্যা ১২ থেকে ৪ এবং কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে কমিয়ে ৩০ করার প্রস্তাব দেয়া হয়।

আরো পড়ুন: বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

মাহবুব আনাম বলেন, ‘কমিটি তাদের কোনো প্রস্তাবনা এখনও সভাপতির কাছে বা বোর্ডে জমা দেয়নি। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদেও কিছু জমা দেয়া হয়নি। বাইরে যা শোনা যাচ্ছে, তার অনেকটাই সঠিক নয়। আমরা মনে করছি, গঠনতন্ত্র সংশোধনের এই প্রক্রিয়া আরো স্বচ্ছ হওয়া উচিত। গঠনতন্ত্র একটি উন্মুক্ত বিষয় এবং সেটি সবার জন্য উন্মুক্ত থাকবে।’

তিনি আরো বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এই কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে নতুন করে তাদের কার্যপরিধি নির্ধারণ করে কার্যক্রম শুরু করা হবে। সংশোধন প্রক্রিয়া স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করেই সম্পন্ন হবে।’

গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা নিয়ে ক্লাব সংগঠকদের অসন্তোষ দীর্ঘদিনের। প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭টি ক্লাবের প্রতিনিধিরা এ বিষয়ে ফাহিমকে কমিটি থেকে সরানোর দাবি জানায়। গত ১৪ জানুয়ারি তারা এক মতবিনিময় সভায় বিসিবিকে তিন দিনের আল্টিমেটাম দেয়। এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হওয়ায় ক্লাবগুলো লিগ বয়কটের সিদ্ধান্ত নেয়।

২০ জানুয়ারি থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। কিন্তু ক্লাবগুলোর প্রতিবাদের কারণে তা স্থগিত হয়ে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App