আইসিসি বর্ষসেরা দলে এশিয়ার ১০ জন, নেই ভারত-বাংলাদেশের কেউ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম

ছবি: সংগৃহীত
২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়নি বাংলাদেশ ও ভারতের কোনো ক্রিকেটারের। ১২টি স্থায়ী ওয়ানডে মর্যাদা পাওয়া দেশের মধ্যে ৮টি দেশের খেলোয়াড়রাই জায়গা পাননি এই একাদশে। দলটিতে নেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কোনো খেলোয়াড়ও।
বর্ষসেরা এই একাদশ গঠিত হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে। সবচেয়ে বেশি, চারজন খেলোয়াড় এসেছেন শ্রীলঙ্কা থেকে। পাকিস্তান ও আফগানিস্তানের তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। এশিয়া মহাদেশের খেলোয়াড়দের আধিপত্য এ দলে সবচেয়ে বেশি, যেখানে ১১ জনের মধ্যে ১০ জনই এশিয়ার প্রতিনিধিত্ব করছেন।
ওপেনিং জুটিতে পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। ৯ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিসহ ৬৪.৩৭ গড়ে ৫১৫ রান করেছেন বাঁহাতি ওপেনার আইয়ুব। গুরবাজেরও সেঞ্চুরি ৩টি। ফিফটি করেছেন ২টি, গড় ৪৮.২, খেলেছেন ১১ ম্যাচ। বর্ষসেরা এই দলে তিনে, চারে ও পাঁচে যথাক্রমে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যান-পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও চারিত আসালঙ্কা। মেন্ডিস উইকেটকিপার এবং আসালঙ্কা এই দলের অধিনায়ক।
২০২৪ সালে নিশাঙ্কা ১২ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিসহ ৬৩.১ গড়ে করেছেন ৬৯৪ রান। গত বছর ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে তাঁর অপরাজিত ২১০ রানের ইনিংসও আছে। মেন্ডিস ১৭ ম্যাচে ৫৩ গড়ে করেছেন ৭৪২ রান। সেঞ্চুরি ১টি, ৬টি ফিফটি। আসালঙ্কা ১৬ ম্যাচে ৫০.২ গড়ে ১টি সেঞ্চুরি ও ৪টি ফিফটিসহ করেছেন ৬০৫ রান।
বর্ষসেরা এই দলে ছয়ে ব্যাটিংয়ে নামবেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি শেরফেন রাদারফোর্ড। গত বছর ৯ ম্যাচে ১০৬.২ গড়ে ৪২৫ রান করেন রাদারফোর্ড। সেঞ্চুরি ১টি, ৪টি ফিফটি। সাতে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। গত বছর ১২ ম্যাচে ৫২.১ গড়ে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিসহ ৪১৭ রান করেন ওমরজাই। উইকেট নিয়েছেন ১৭টি। আটে শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
গত বছর ১০ ম্যাচে ২৬ উইকেট নেন। ১৯ রানে ৭ উইকেট গত বছর তাঁর সেরা বোলিং। নয়ে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। গত বছর ৬ ম্যাচে ১৫ উইকেট নেন এই বাঁহাতি পেসার। দশে পাকিস্তানেরই আরেক পেসার হারিস রউফ। ২০২৪ সালে ৮ ম্যাচে ১৩ উইকেট নেন রউফ। শেষ জায়গাটি আফগানিস্তানের ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ গজনফরের। গত বছর ১১ ম্যাচে নেন ২১ উইকেট।
আরো পড়ুন: শোয়েব মালিকের বন্ধুর সঙ্গেই নতুন সম্পর্কে সানিয়া!