তানজিদে বড় জয় ঢাকার, বাঁচল শেষ চারের আশা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
-6790dc8de6b1e.jpg)
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম কিংসের বিপক্ষে দারুণ ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটে ভর করেই জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করেছে ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচে এটি ঢাকার তৃতীয় জয়। এতে, শেষ চারে উঠার লড়াইয়ে টিকে রইল রাজধানীর দলটি।
ঘরের মাঠে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও ৬ উইকেটে ১৪৮ রানে আটকে যায় চট্টগ্রাম কিংস। ওপেনিংয়ে ৪০ রানের জুটি গড়েছিলেন নাঈম ইসলাম ও জুবাইদ আকবরী। এরপর ১৯ বলে ২৩ রান করে আঠান জুবাইদ। আর ৫ চার ও ২ ছক্কায় নাইমের ব্যাট থেকে ৪০ বলে ৪৪ রান আসে।
১৯ রানের ইনিংস খেলেন গ্রাহাম ক্লার্ক। শেষদিকে বাকিরা ভালো ব্যাটিং করতে না পারায় অল্পতেই থামে চট্টগ্রামের ইনিংস। শামীম ১৬ বলে ১৫ ও হায়দার ১১ বলে ১৬ রান করে আউট হন।
জবাবে দারুণ শুরু করেন লিটন ও তামিম। ওপেনিং জুটিতে ৯ ওভারের ৭৫ রান যোগ করেন তারা। একপ্রান্তে ধরে খেলা লিটন ২৮ বলে তিন চারের শটে ২৫ রান করে আউট হন।
অন্যপ্রান্তে ৫৪ বলে ৯০ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন তামিম। তিনি চারের শট মারেন তিনটি। তবে অনবদ্য ব্যাটিংয়ে ৭টি ছক্কার শট দেখান। তার সঙ্গে সাব্বির রহমান শেষটায় ৯ বলে ১৪ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন।
এই জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠল ঢাকা। সমান তিনটি করে জয় পেয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। ঢাকায় বিপিএলের শেষ পর্বে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ঢাকা।