বিপিএলের এলিট ক্লাবে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
-678f4a14ca9cf.jpg)
ছবি: সংগৃহীত
চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের পর এমন কীর্তি গড়লেন টাইগার এই পেসার।
সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে ৯৯ উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন ফিজ। জাকির হাসানকে ফিরিয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
১১৩ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব। এ ছাড়া ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দুইয়ে তাসকিন। তিনে থাকা রুবেল হোসেন ৮৯ ম্যাচে ১১০ উইকেট নিয়েছেন।
এই ক্লাবে নাম লেখাতে ৭৯টি ম্যাচ খেলেছেন দ্য ফিজ। এ ছাড়া মাশরাফী বিন মর্তুজা তালিকায় পাঁচে আছেন। তার উইকেট সংখ্যা ৯৮টি।
চলতি বিপিএলে উইকেটের শতক পূরণ করতে পারেন আরো একজন। অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে দারুণ ছন্দে আছেন। চলতি আসরে এরই মধ্যে ৯ উইকেট শিকার করেছেন ৩৮ বছরের এই স্পিনার। বিপিএল ক্যারিয়ারে তার উইকেট এখন ৯৫টি।