×

খেলা

এখনো প্লে-অফের স্বপ্নে বিভোর ঢাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

এখনো প্লে-অফের স্বপ্নে বিভোর ঢাকা

ছবি: সংগৃহীত

   

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারায় ঢাকা ক্যাপিটালস। চলতি আসরে নবম ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। তবুও প্লে-অফে খেলার স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।

এবারের আসরে ঢাকার শুরুটা দুঃস্বপ্নের মতো হয়। নিজেদের প্রথম ৬টি ম্যাচেই পরাজয় দেখে ঢাকা। সপ্তম ম্যাচে জয়ে ফেরে রাজধানীর দলটি। লিটন দাস ও তানজিদ তামিমের সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে উড়িয়ে দেয় তারা। 

এরপর ফরচুন বরিশালের বিপক্ষে হারলেও নিজেদের নবম ম্যাচে ফের জয়ে ফিরেছে শাকিব খানের মালিকানাধীন দলটি। এ জয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠস্থানে উঠে এসেছে দলটি। এবার শেষ তিনটি ম্যাচেও জয় পেতে বিভোর দলটি।

ম্যাচ শেষে গণমাধ্যমে পেরেরা বলেন, আমি খুবই খুশি। কয়েকটি ম্যাচ হারার পর এই জয়টি আমাদের দরকার ছিল। সামনের পরিস্থিতি নিয়ে কেউ কিছু বলতে পারে না। সামনে তিনটি ম্যাচ যদি জিততে পারি, ১০ পয়েন্ট হবে। ক্রিকেটে কী হয়, কেউ বলতে পারে না। এজন্যই ক্রিকেট খেলাটা দারুণ। আজকের জয় নিয়ে আমি খুশি।

তিনি আরো বলেন, আমরা যদি এভাবে খেলতে থাকি। এই দলের সম্ভাবনা আমি জানি। ১০ পয়েন্ট হয়ে গেলে যেকোনো কিছুই হতে পারে। এভাবে খেলতে থাকলে আমাদের ভালো সুযোগ আছে।

উল্লেখ্য, সোমবার (২০ জানুয়ারি) সাগরিকায় টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছিল ঢাকা। জবাবে ১৯০ রানের বেশি করতে পারেনি সিলেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App