×

খেলা

রোহিত-কোহলির অবসরের সিদ্ধান্ত কবে, জানালেন ভারতীয় নির্বাচক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

রোহিত-কোহলির অবসরের সিদ্ধান্ত কবে, জানালেন ভারতীয় নির্বাচক

ছবি: সংগৃহীত

   

অফ-ফর্মের কারণে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় দুই ভারতীয় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদেরকে ঠিকই স্কোয়াডে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দল ঘোষণার সময় দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবসর নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা জানতে চাওয়া হয়। জবাবে জাতীয় দলের নির্বাচক অজিত আগারকারের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বিষয়ে মনোযোগ দেওয়া হবে।

যদিও ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন অধিনায়ক রোহিত, এমন গুঞ্জন ছিল। সিডনি টেস্টে তাকে একাদশের বাইরে রেখেই ভারত খেলতে নেমেছিল। তবে এখনই অবসরের পথে হাঁটবেন না বলে জানান ভারতের এই ওপেনিং ব্যাটার।

তাদের অবসর প্রসঙ্গে নির্বাচক আগারকার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা এক মাসের দূরত্বে। ওয়ানডে ক্রিকেটে তারা দুজন দুর্দান্ত পারফর্মার। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিষয়টি (রোহিত-কোহলির অবসর) দেখব, আমাদের হাতে একসঙ্গে বসা কিংবা মূল্যায়নের যথেষ্ট সময় আছে। কেবল নির্দিষ্ট ক্রিকেটারের ক্ষেত্রেই নয়, লক্ষ্য থাকবে আমরা কতদূর যেতে চাই। কিন্তু এই মুহূর্তে আমাদের মনোযোগ ওয়ানডে ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে।’

সাম্প্রতিক সময়ে বেশ হতাশাজনক রোহিত-কোহলির টেস্ট ফর্ম। অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজটি হেরে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার সিরিজও হাতছাড়া করেছে ম্যান ইন ব্লুরা। ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকেও ছিটকে গেছে তারা।

দ্বিতীয় টেস্ট থেকে এই সিরিজে যোগ দেন রোহিত। তিন ম্যাচে তার ব্যাটিং গড় মাত্র ৬ দশমিক ২০। অন্যদিকে পার্থ টেস্টে সেঞ্চুরি পেলেও সিরিজ শেষে কোহলির গড় দাঁড়ায় মাত্র ২৩ দশমিক ৭৫।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা ‍উঠবে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ম্যান ইন ব্লুরা। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি আগামী ২৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। ‘এ’ গ্রুপের আরেক দল নিউজিল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App