×

খেলা

অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা ক্লাবগুলোর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম

অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা ক্লাবগুলোর

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপকহারে কমানো হয়েছে। এ ঘটনায় গত ১৪ জানুয়ারি মতবিনিময় সভা করেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭ ক্লাবের প্রতিনিধিরা। গঠনতন্ত্র সংশোধনীতে পরিচালক-কাউন্সিলর কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য দু’দিনের আল্টিমেটামও দেন তারা। এবার সেটি পূরণ না হওয়ায় ক্লাবগুলো লিগ বয়কটের ঘোষণা দিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) থেকে ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অধীনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর কথা ছিল। আর গেল শনিবার, বিসিবি প্রাঙ্গণে ট্রফি উন্মোচন অনুষ্ঠান ছিল। কিন্তু ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’র চাপে সেটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ক্রিকেট সংগঠকরা তাদের দাবি না মানা পর্যন্ত লিগ বয়কটের কথা জানান।

সংগঠক লুৎফর জামান বাদল বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা খেলব না। আমাদের বিপক্ষে যেসব ষড়যন্ত্র চলছে, তা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই।’ 

আরেক সংগঠক রফিকুল ইসলাম বাবু-ও একই সুরে বলেন, ‘বিসিবি সভাপতি আমাদের বলেছেন, দ্রুতই বোর্ডের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নেবেন। এরপর আমরা খেলার মাঠে ফিরব। তার আগে নয়।’

সংগঠকদের দাবি, বিসিবি ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর আধিপত্য কমাতে চায়। যেখানে ক্লাব ক্যাটাগরি বিসিবির পরিচালক পর্ষদে সুযোগ পেতেন ১২ জন, সেটি কমিয়ে চারজনে আনা হচ্ছে। এমন প্রস্তাবনা ওঠায় গঠনতন্ত্র সংশোধনী কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগের দাবিও জানাচ্ছেন তারা। একইসঙ্গে গঠনতন্ত্র সংশোধন কমিটি ভেঙে দিয়ে বিষয়টি সমাধানে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আহবান জানিয়েছেন সংগঠকরা। শনিবার (১৮ জানুয়ারি) বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠকদের একটি অংশ।

এদিকে, স্থগিত প্রথম বিভাগ লিগ কবে নাগাদ শুরু হবে, সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী সেটিও নিশ্চিত করতে পারেননি। লিগ স্থগিতের কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্লাব কর্তৃপক্ষ লিগ পেছানোর জন্য বিসিবিকে অনুরোধ করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App