×

খেলা

আইসিসির ডিসেম্বর সেরা বুমরাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

আইসিসির ডিসেম্বর সেরা বুমরাহ

ছবি: সংগৃহীত

   

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ডিসেম্বরের সেরা হয়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। সেরা হবার পথে দুই পেসার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনকে পেছনে ফেলেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গত মাসের পুরুষ ও নারী বিভাগে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

ডিসেম্বরে তিনটি টেস্ট খেলেছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই তিন টেস্টে ১৪ দশমিক ২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন তিনি।

ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে চার ইনিংসের মধ্যে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিয়েছিলেন বুমরাহ। ব্রিসবেনের প্রথম ইনিংসে ৭৬ রানে ৬টি এবং মেলবোর্নে ৫৭ রানে ৫ উইকেট নেন তিনি।

পাঁচ ম্যাচের পুরো টেস্ট সিরিজে ৩২ উইকেট নিয়েছেন বুমরাহ। সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি।

বুমরাহর রেকর্ডগড়া সিরিজ ৩-১ ব্যবধানে হারে ভারত। পার্থে সিরিজের প্রথম টেস্টে বুমরাহর হাত ধরেই একমাত্র জয় পেয়েছিল ভারত। তার ৯ উইকেট শিকারে ২৯৫ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। ওই টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে দলকে নেতৃত্বও দিয়েছিলেন বুমরাহ।

অসাধারণ পারফরমেন্সের সুবাদে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়েছেন বুমরাহ। ২০২৪ সালের জুন মাসে প্রথমবার সেরা খেলোয়াড় হয়েছিলেন এই পেসার

নারীদের বিভাগে মেয়েদের বিভাগে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। মাসসেরার লড়াইয়ে সাদারল্যান্ডের সঙ্গে ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা ছিলেন।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা আছেন। রায়ে ভোটিং একাডেমির ভোট শতকরা ৯০ ভাগ বিবেচনা করা হয় এবং সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App