×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ‘যদি-কিন্তু’র দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ‘যদি-কিন্তু’র দল

ছবি: সংগৃহীত

   

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দল ঘোষণা করেছে আসরের স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে এখনও ১৫ সদস্যের চূড়ান্ত দল দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। সাঈম আইয়ূবের ইনজুরি-আব্দুল্লাহ শফিকের অফ-ফর্মের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে স্বাগতিকরা। এর মধ্যে আবার ১৮ ক্রিকেটারের নাম জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দি নেশন। সবমিলিয়ে ‘যদি-কিন্তু’র দল সাজিয়েছে পিসিবি।

বৈশ্বিক এই টুর্নামেন্টে দ্য গ্রিন ম্যানদের নেতৃত্ব দেবেন সদ্য সাদা বলের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান। প্রাথমিক এই দলে বহুল আলোচিত ক্রিকেটার ফখর জামান-ও জায়গা পেয়েছেন। ক’দিন আগেও তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পিসিবি। তবে মূল দলে ২০১৭ আসরে ম্যান অব দ্য ফাইনাল হওয়া ফখরের জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি।

প্রাথমিক এই দলে আরেক চমক ইমাম-উল-হক। তিনিও লম্বা সময় ধরেই জাতীয় দলেই উপেক্ষিত। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে ফেরানোর পরিকল্পনা পিসিবির।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো নতুনদেরও রাখা হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৮ দল নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে আসরে অংশ নেওয়া ৮ বোর্ডের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, তাইয়েব তাহির, ইরফান খান নিয়জি, সুফিয়ান মাকিম, মোহাম্মদ হাসনাইন, আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, আবরার আহমেদ,  কামরান ঘুলাম, সালমান আলী আঘা, ইমাম উল, ফখর জামান, হাসিবুল্লাহ, আব্বাস আফ্রিদি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App