×

খেলা

আচরণবিধি ভেঙে শাস্তির খড়গে তানজিম সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

আচরণবিধি ভেঙে শাস্তির খড়গে তানজিম সাকিব

ছবি: সংগৃহীত

   

ক’দিন আগেই ম্যাচের পর মাঠের মধ্যে বিবাদে জড়িয়ে শাস্তি পেয়েছিলেন তামিম ইকবাল। আচরণবিধি ভঙ্গের অভিযোগে ফরচুন বরিশালের অধিনায়ককে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়, পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তাকে সতর্কও করা হয়।

এবার একই কারণে শাস্তি পেলেন তানজিম হাসান সাকিব। সিলেট স্ট্রাইকারর্সের ডানহাতি এই পেসারকে আরো বড় শাস্তি দেওয়া হয়েছে। তাকে তিনটি ডিমেরিট পয়েন্টের সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচের এক ঘটনায় তার বিরুদ্ধে লেভেল-২ কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ কারণে ম্যাচ রেফারি এহসানুল হক, তাকে শাস্তি দিয়েছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

এহসানুল হক বলেন, 'আমরা তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি। পাশাপাশি তাকে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।'

খুলনার ইনিংসের ১৭তম ওভারে ঘটনা। তানজিমের স্লোয়ার ডেলিভারিতে পরাস্থ হন খুলনার পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। তাকে আউট করে সামনে এগিয়ে যান তানজিম। নওয়াজ-ও ফেরত যাচ্ছিলেন, এমন সময়ে নওয়াজের কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা দেন সাকিব।

এ ঘটনায় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সতীর্থরা গিয়ে তানজিমকে শান্ত করেন। আর নওয়াজকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসেন সিলেটের একজন ফিল্ডার।

এ ঘটনায় ম্যাচের পর সিলেটের অধিনায়ক আরিফুল হক জানান, পেসার হওয়ায় এমন আগ্রাসন দেখিয়েছেন তানজিম। বিষয়টি কেবলই ওই মুহূর্তের ব্যাপার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App