হেলসের সঙ্গে দ্বন্দ্বে সাজা পেলেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম

ছবি: সংগৃহীত
ফরচুন বরিশালের ১৯৭ রানের জবাবে ৩ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। স্নায়ুক্ষয়ী এই ম্যাচের পর বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে মেজাজ হারাতে দেখা যায়। ম্যাচ শেষে রংপুরের অ্যালেক্স হেলসের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান বরিশালের অধিনায়ক।
মূলত ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান, তখনই বিতর্কিত এই ঘটনার সূত্রপাত। এ সময় তামিমকে উদ্দেশ করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। সেটা ভালোভাবে নেননি তামিম। এ সময়ে তর্কে জড়িয়ে পরেন তারা। একপর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান বরিশালের অধিনায়ক।
ওমন আক্রমণাত্মক আচরণে সাজা পেয়েছেন অভিজ্ঞ তামিম। তাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তবে ম্যাচ ফি কাটা হয়নি। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানিয়েছেন, তামিম আনীত অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে শুনানির দরকার পড়েনি।
এদিকে ভিডিও থেকে দেখা গেছে, অ্যালেক্স হেলসের দিক থেকেই অনাকাঙ্খিত ঘটনার শুরু। ম্যাচ শেষ হতেই তামিমের দিকে অশোভন অঙ্গভঙ্গি করেন তিনি। হাত মেলানোর সময় তামিমকে ব্যঙ্গ-ও করেন তিনি। তামিম তখন হেলসকে লক্ষ্য করে বলেন, ‘এমন করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’
এরপর হেলসও জবাব দেন। এ সময়ে তর্কে জড়িয়ে পরেন তারা। একপর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান বরিশালের অধিনায়ক। এ সময় বাকি ক্রিকেটার ও স্টাফরা তাদের শান্ত করার চেষ্টা করেন। তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।
ম্যাচ শেষে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে হেলস বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাচ হেরে সে (তামিম) হতাশ ছিল। সে বলল, ‘‘আমি কিছু বললে, সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’