‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
‘আর চমকপ্রদ চারটি ওভার, সঙ্গেই থাকুন।’— ফরচুন বরিশালের দুইশ ছুঁই ছুঁই লক্ষ্যের জবাবে ১৬ ওভার শেষে রংপুর রাইডার্সের স্কোর যখন ৩ উইকেটে ১৪৩, ঠিক তখনই রিশাদ হোসেনের উদযাপনের ছবি দিয়ে এই ক্যাপশনে একটি পোস্ট দেয় বরিশাল। খানিকটা সময় পর ‘জাগো বাহে জাগো’, ছবিতে লেখা মনুরা রেডি-তো! সত্যিই জেগে উঠলো রংপুর; ক্যাপশনে আরেকটি পোস্ট দেয় তারা।
শেষ ১০ ওভারে রংপুরের ২৭ রান দরকার ছিল, এ সময়ে পরপর তিনটি উইকেট তুলে নেয় তামিম ইকবালের দল। অনেকেই ভেবেছিলেন, বরিশালের জয় কেবল সময়ের ব্যাপার। ফলে, এমন পোস্ট মোটেই বাড়াবাড়ি ছিল না।
শেষ ওভারে রংপুরের সামনে ২৬ রানের সমীকরণ ছিল। এমন সময়ে ১ বলে ২ রানে অপরাজিত নুরুল হাসান সোহান। তাই তার কাঁধেই গুরুদায়িত্ব ছিল।
সহজ জয়ের প্রহর গুণতে থাকা তামিম, নিজের প্রথম ওভারে ৩ রান দেওয়া কাইল মায়ার্সকে আক্রমণে আনেন। এরপর সোহান যা করলেন, তা রীতিমতো অবিশ্বাস্য! তিন চার ও তিন ছক্কায় ম্যাচের চেহারা পাল্টে দিলেন তিনি। ৩ উইকেটের এই জয়ে রংপুর চলতি আসরে টানা ষষ্ঠ জয় পেলো।
এমন ম্যাচ হারতে হবে, তা হয়তো ভুলেও ভাবেনি বরিশাল। ততক্ষণে তামিম ইকবালের দলকে পাল্টা খোঁচা দিয়ে রংপুরের পোস্টে- ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’
এর আগে, প্রথম দেখায় বরিশালকে হারিয়ে রংপুর পোস্ট করেছিল, ‘বরিশালের লঞ্চে রংপুরের ধাক্কা, আতঙ্কে যাত্রীরা।’ এবার পাল্টা খোঁচা দিতে চেয়ে আরেকটি ধাক্কা খেলো বরিশাল। অবশ্য পোস্ট ডিলিট না করে, উল্টো রংপুর ও সোহানকে অভিনন্দন জানিয়েছে তারা।